এদিন প্রথম থেকেই নীতিশ রাণা চালিয়ে খেলতে শুরু করেছিলেন৷ অন্য ওপেনার শুভমান গিল আশা জাগিয়েও স্কোর করতে পারেননি তবে নীতিশ রাণা (Nitish Rana) ৫৬ বলে ৮০ করেন , রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi) করেন ২৯ বলে ৫৩ রান৷ যদিও এদিন ভারতীয় দলের পিনআপ বয় শুভমান গিল আশা জাগিয়েও বড় স্কোর করতে পারেননি৷ অন্যদিকে আন্দ্রে রাসেল (Andre Russell) মাত্র ৫ রানে আউট হয়ে যান৷ এক সময়ে যখন ঝড়ের গতিতে রান উঠছিল তখন মহম্মদ নবী পরপর দু ওভারে দুটি উইকেট নিয়ে একটা ধাক্কা দেন৷ তিনি রাসেল ও ইয়ন মর্গ্যানকে তুলে নেন৷ শেষ বেলায় দীনেশ কার্তিকের (Dinesh Karthik) ব্যাট একেবারে ফুলঝুরি ঝরালো৷ শেষ বলে আউট শাকিব আল হাসান( Shakib Al Hasan)৷
advertisement
নীতিশ রাণা আউট হলেন ৫৬ বলে ৮০ রান করে৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ৪ টি ছয় দিয়ে৷
২৯ বলে ৫৩ রান করেন রাহুল ত্রিপাঠী ৷ তাঁর ইনিংস সাজানো ৫ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ দুই তরুণের যুগলবন্দীতে শুরুটা মন্দ হল না কেকেআর ব্যাটিংয়ের৷
