দিল্লিতে কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর। তবে তাতে আইপিএলে কোনও প্রভাব পড়ছে না। বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, ক্রিকেটাররা বিশ্বের সেরা জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। ফলে আইপিএল খেলতে এসে কোনও ক্রিকেটারের সংক্রমিত হওয়ার আশঙ্কা প্রায় নেই বললেই চলে। তবে এরই মধ্যে আইপিএল বন্ধের দাবি উঠেছে বিভিন্ন মহলে। বেশ কয়েকজন অস্ট্রেলিয়ার ক্রিকেটার দেশে ফিরে যাওয়ায় সেই দাবি যেন আরও জোরালো হয়েছে। তবে বিসিসিআই সাফ জানিয়েছে, এই জায়গা থেকে আইপিএল বন্ধ হওয়ার প্রশ্নই নেই। শোয়েব আখতারের মতো প্রাক্তনরা আইপিএল বন্ধের দাবি তুলেছেন বটে। তবে তাতে আইপিএলে কোনও প্রভাব পড়বে না। দর্শকশূন্য স্টেডিয়ামে স্বমহিমায় চলছে আইপিএল।
advertisement
রাজস্থান ও মুম্বই, দুই দলই পাঁচটি ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটি। এর মধ্যে মুম্বই তো আবার হারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে। আজ হারলে শর্মাজির দলের এবারের প্লে-অফের রাস্তা আরও কঠিন হয়ে যাবে। এদিন রাজস্থান ভাল শুরু করল। দশ ওভারে ৯২ রান তুলে ফেলেছিল সঞ্জু স্যামসনের দল। তবে তার পর থেকেই রানের গতি কিছুটা কমল। যার জেরে শেষ পর্যন্ত মুম্বইকে চ্যালেঞ্জের মুখে ফেলার মতো রান তুলতে পারল না রাজস্থান। এমনিতেই রাজস্থানে এখন বিদেশি তারকার অভাব। জোস বাটলার এদিন ৩২ বলে করলেন ৪১। ক্যাপ্টেন স্যামসন করলেন ২৭ বলে ৪২। মুম্বইয়ের ব্যাটিং লাইন শক্তিশালী। ফলে ১৭২ রানের টার্গেট তাড়া করতে তাদের তেমন সমস্যা হওয়ার কথা নয়। যদিও মুম্বইয়ের অর্ধেকের বেশি ক্রিকেটার এবার ফর্মে নেই।