করোনার জন্য এবার ছটি শহরে হবে আইপিএলের সব ম্যাচ। টুর্নামেন্ট শুরুর দিকে চেন্নাইতে চলছে ম্যাচ। চিপকের উইকেট এমনিতেই স্পিন-সহায়ক বলে শোনা যায়। এই উইকেটে স্পিনারদের অ্যাডভান্টেজ থাকে। কথাটা যে সত্যি সেটা আইপিএল শুরুর পর থেকেই বোঝা যাচ্ছে। চিপকের উইকেটে স্ট্রোক প্লে করা কঠিন হয়ে পড়ছে। ফলে টাইমিংএ একটু এদিক-ওদিক হলেই সোজা ক্যাচ। যেমনটা এদিন হল রোহিত শর্মার সঙ্গে। ভালই শুরু করেছিলেন রোহিত। কিন্তু বিজয় শংকরের বল পড়ে ব্যাটে আসতে সময় নিল। ডিপ-এ ক্যাচ দিলেন রোহিত শর্মা। সূর্য কুমার যাদব ফর্মে রয়েছেন। তবে তাঁর ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একই ঘটল। বিজয় শংকরের স্লো ডেলিভারি বুঝতে পারলেন না সূর্য। কট অ্যান্ড বোল্ড হলেন। কুইন্টন ডি ককও ডিপ-এ ক্যাচ দিয়ে ফিরলেন। তিনি করলেন ৪০। রোহিত ৩২। ২২ বলে ৩৫ রান করলেন কায়রন পোলার্ড। তিনি এমন ইনিংস না খেললে হয়তো ১৫০ রানও তুলতে পারত না মুম্বই। ঈষাণ কিষণের নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল। তবে তিনি মাত্র ১২ রান করেই আউট হলেন।
advertisement