স্টেডিয়াম ফাঁকা হলেও অন্তত টিভির পর্দায় কয়েক কোটি চোখ থাকছে। তবে এবারের আইপিএল আরও এক দিক থেকে আলাদা। এবার বড় রান হচ্ছে কম। আইপিএল আর ব্যাটসম্যানদের টুর্নামেন্ট নেই। এখন বোলারদের দাপাদাপি রয়েছে সমান তালে। চিপকের উইকেট আর চেন্নাইয়ের শিশির, এই দুই সমস্যায় আপাতত জেরবার প্রায় সব দল। এদিন চেন্নাইয়ের উইকেটে প্রথমবার খেলতে নেমেছিল দিল্লি। মুম্বই অবশ্য এই উইকেটে তিনটি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে। ফলে এই উইকেট যে স্লো এবং অপ্রত্যাশিত আচরণ করতে পারে, তার একটা আন্দাজ মুম্বইয়ের ব্যাটসম্যানদের ছিল। তবুও টসে জিতে আহামরি কিছু ফায়দা তুলতে পারলেন না রোহিত শর্মার দলের ব্যাটসম্যানরা। তাঁর দল প্রথমে ব্যাট করে তুলল মাত্র ১৩৭ রান।
advertisement
এদিকে এদিনের ম্যাচে মুম্বই হারলেও রোহিতের ব্যাট ছিল ঝকঝকে৷ তিনি দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন৷ তিনি ৩০ বলে ৩ টি চার ও ৩ টি ছক্কা মারেন৷ এদিনের তাঁর সবচেয়ে বড় ছক্কাটি ৯৫ মিটারের৷ কাগাসিও রাবাদার বলে এই ছক্কা দেখে মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা ব্রিগেড একেবারে চমকে যায়৷
তাঁর ছয়ের ভিডিও ভাইরাল হয়েছিল৷ এছাড়াও রোহিত অশ্বিনের একটি বলে এক হাতে ছক্কা মারেন তিনি৷ সে সময় মুম্বই গ্যালারিতে ছিলেন তাঁর স্ত্রী রিতিকা, হার্দিকের স্ত্রী নাতাশা৷
