একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে প্রজ্ঞান জানিয়েছেন, এমএসডি ম্যাচের আগে দলের কোনও ক্রিকেটারকে শুভেচ্ছা জানায় না। ওর ধারণা, শুভেচ্ছা জানালে সেই ম্যাচটা দল হেরে যেতে পারে। এটা অনেকদিন ধরেই চলছে। ও কখনই ম্যাচের আগে কোনো সতীর্থকে শুভেচ্ছা বার্তা দেয় না। একবার আমরা বিভিন্ন ক্রিকেটারদের সেন্টিমেন্ট নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিলাম। ধোনি তখন জানিয়েছিল, কেন ও ম্যাচের আগে সতীর্থদের শুভেচ্ছা জানায় না! এমনকী বিপক্ষ দলের কাউকেও এমএস ম্যাচের আগে শুভেচ্ছা জানায় না। এই ধারনা ও অনেকদিন ধরেই মনের মধ্যে পুষে রেখেছে।
advertisement
আজ কেকেআরের বিরুদ্ধে জিতলেই জয়ের হ্যাটট্রিক হবে চেন্নাইয়ের। কেকেআরের বিরুদ্ধে চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কওয়াড় ও ফাফ ডুপ্লেসি দুরন্ত শুরু করেছিলেন। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। এদিকে, পরপর দুই ম্যাচে হেরে চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআর আপাতত চাপে রয়েছে।