TRENDING:

IPL 2021: নেটে মাহি ঝড়, অবলীলায় বল পাঠাচ্ছেন মাঠের বাইরে! রইল ভিডিও

Last Updated:

ভয়ঙ্কর মারমুখী মেজাজে ধোনিকে দেখা গেল ব্যাট করতে৷ অবলীলায় বল পাঠালেন মাঠের বাইরেও৷ এভাবে যদি ধোনি টুর্নামেন্টে ব্যাট করতে পারেন, তাহলে বলাই যায় আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলা মাহিকে নিয়ে আলাদা করেই ভাবতে হবে প্রতিপক্ষকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: গত মরসুমটা একেবারেই ভাল যায়নি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)৷ আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন টিম প্লে-অফে উঠতে পারেনি৷ যেটা সিএসকে-র বায়োডেটার সঙ্গে একেবারে বেমানান৷ প্রথমবার দলের এমন বিপর্যয় দেখেছেন অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni)৷ এবার সব হিসাব বদলে দলের আর নিজের ক্যাপ্টেনসির সুনামের সুবিচার করতে মরিয়া ধোনি৷
advertisement

আইপিএলের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যে৷ আগামী ৯ এপ্রিল থেকে খেলা শুরু৷ টুর্নামেন্টের শুরুর পরদিনই অর্থাৎ ১০ এপ্রিল ধোনির ইয়েলো আর্মি মুখোমুখি হবে  শ্রেয়স আয়ারের (Shreyas Iyer)দিল্লি ক্যাপিটালসের  (Delhi Capitals)৷  চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম সিএসকে শুরু করে দিয়েছে চোদ্দদশ আইপিএলের শিবির৷

চিপকে ধোনির নেট সেশনের ভিডিও পোস্ট করেছে সিএসকে৷ ভয়ঙ্কর মারমুখী মেজাজে ধোনিকে দেখা গেল ব্যাট করতে৷ অবলীলায় বল পাঠালেন মাঠের বাইরেও৷ এভাবে যদি ধোনি টুর্নামেন্টে ব্যাট করতে পারেন, তাহলে বলাই যায় আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলা মাহিকে নিয়ে আলাদা করেই ভাবতে হবে প্রতিপক্ষকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

এবারের আইপিএল নিলামে (IPL Auction 2021) সবচেয়ে বড় চমকটা দিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)৷ ভারতীয় দলের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে তারা আইপিএলে (Cheteshwar Pujara) ফিরিয়ে এনেছে৷ ৫০ লক্ষ টাকার বেস প্রাইজে পূজারাকে কিনেছে সিএসকে৷ ফের একবার এমএস ধোনির (MS Dhoni) সঙ্গে তাঁর টিমে খেলবেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: নেটে মাহি ঝড়, অবলীলায় বল পাঠাচ্ছেন মাঠের বাইরে! রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল