TRENDING:

IPL 2021: নেটে মাহি ঝড়, অবলীলায় বল পাঠাচ্ছেন মাঠের বাইরে! রইল ভিডিও

Last Updated:

ভয়ঙ্কর মারমুখী মেজাজে ধোনিকে দেখা গেল ব্যাট করতে৷ অবলীলায় বল পাঠালেন মাঠের বাইরেও৷ এভাবে যদি ধোনি টুর্নামেন্টে ব্যাট করতে পারেন, তাহলে বলাই যায় আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলা মাহিকে নিয়ে আলাদা করেই ভাবতে হবে প্রতিপক্ষকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: গত মরসুমটা একেবারেই ভাল যায়নি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)৷ আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন টিম প্লে-অফে উঠতে পারেনি৷ যেটা সিএসকে-র বায়োডেটার সঙ্গে একেবারে বেমানান৷ প্রথমবার দলের এমন বিপর্যয় দেখেছেন অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni)৷ এবার সব হিসাব বদলে দলের আর নিজের ক্যাপ্টেনসির সুনামের সুবিচার করতে মরিয়া ধোনি৷
advertisement

আইপিএলের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যে৷ আগামী ৯ এপ্রিল থেকে খেলা শুরু৷ টুর্নামেন্টের শুরুর পরদিনই অর্থাৎ ১০ এপ্রিল ধোনির ইয়েলো আর্মি মুখোমুখি হবে  শ্রেয়স আয়ারের (Shreyas Iyer)দিল্লি ক্যাপিটালসের  (Delhi Capitals)৷  চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম সিএসকে শুরু করে দিয়েছে চোদ্দদশ আইপিএলের শিবির৷

চিপকে ধোনির নেট সেশনের ভিডিও পোস্ট করেছে সিএসকে৷ ভয়ঙ্কর মারমুখী মেজাজে ধোনিকে দেখা গেল ব্যাট করতে৷ অবলীলায় বল পাঠালেন মাঠের বাইরেও৷ এভাবে যদি ধোনি টুর্নামেন্টে ব্যাট করতে পারেন, তাহলে বলাই যায় আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলা মাহিকে নিয়ে আলাদা করেই ভাবতে হবে প্রতিপক্ষকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

এবারের আইপিএল নিলামে (IPL Auction 2021) সবচেয়ে বড় চমকটা দিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)৷ ভারতীয় দলের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে তারা আইপিএলে (Cheteshwar Pujara) ফিরিয়ে এনেছে৷ ৫০ লক্ষ টাকার বেস প্রাইজে পূজারাকে কিনেছে সিএসকে৷ ফের একবার এমএস ধোনির (MS Dhoni) সঙ্গে তাঁর টিমে খেলবেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: নেটে মাহি ঝড়, অবলীলায় বল পাঠাচ্ছেন মাঠের বাইরে! রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল