এমএসডি আইপিএলে এর আগে কখনও সুনীল নারিনকে একটিও বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মারতে পারেননি। ধোনি বুধবার সুনীল নারিনের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম বাউন্ডারি মারলেন। ধোনি ভক্তরা এটা ভেবে অবাক হচ্ছেন, এখনও পর্যন্ত আইপিএলে কেন সুনীল নারিনকে একটিও বাউন্ডারি মারতে পারেনি এমএস! তা হলে কি নারিনের স্পিনের ভেলকি বুঝতে পারেন না ধোনি! ২ অক্টোবর ২০১৩-য় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সুনীল নারিনকে বাউন্ডারি মেরেছিলেন ধোনি। সেখানেও নারিনকে প্রথম চার মারতে গিয়ে ধোনিকে ৮৩ বল অপেক্ষা করতে হয়েছিল। সেই ম্যাচে ধনী ৪৪ রান করেছিলেন।
advertisement
নারিন দুবার ধোনিকে আউট করেছেন। সুনীল নারিনের বিরুদ্ধে ধোনির স্ট্রাইকরেট ৫৩.০১।
বুধবার কেকেআরের বিরুদ্ধে ধোনি ৮ বল খেলে করেছেন ১৭ রান। দুটি চার ও একটি ছক্কা রয়েছে সেই ইনিংসে। চার নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন ধোনি। কিন্তু ততক্ষণে চেন্নাই সুপার কিংসের ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডুপ্লেসি। শেষ পর্যন্ত কেকেআরকে ১৮ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।
