TRENDING:

রোহিতকে নিলামে দলে নিতে অস্বীকার করেছিল ধোনির চেন্নাই !

Last Updated:

নিলামের আগে এক ভক্ত চেন্নাইকে অনুরোধ করেছিলেন রোহিতকে নেওয়ার জন্য। চেন্নাইয়ের টুইটার অ্যাকাউন্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নিলামে রোহিতের জন্য ঝাঁপাবে না তারা। সেই সিদ্ধান্ত যে মারাত্মক ভুল ছিল, সেটা এতদিন পরে টের পাওয়া গিয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

জাতীয় দলের নিয়মিত সদস্য না হওয়া সত্ত্বেও ২০১৩ সালে তাঁকে অধিনায়ক বেছে নিয়েছিল মুম্বই। তবে তারও আগে তাঁকে কেনার সুযোগ হেলায় হারিয়েছিল চেন্নাই সুপার কিংস। ২০১১ সালে মুম্বইয়ে যোগ দিয়েছিলেন রোহিত। তখনকার সময়ে ৯.২ কোটি টাকা দিয়ে তাঁকে কেনা হয়েছিল। আইপিএল-এ তখনও ছাপ ফেলতে না পারলেও রোহিতের প্রতিভায় মুগ্ধ ছিল মুম্বই।

advertisement

সেই নিলামের আগে এক ভক্ত চেন্নাইকে অনুরোধ করেছিলেন রোহিতকে নেওয়ার জন্য। চেন্নাইয়ের টুইটার অ্যাকাউন্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নিলামে রোহিতের জন্য ঝাঁপাবে না তারা। সেই সিদ্ধান্ত যে মারাত্মক ভুল ছিল, সেটা এতদিন পরে টের পাওয়া গিয়েছে। হঠাৎ করেই নেটমাধ্যমে চেন্নাইয়ের ওই পুরনো টুইট ভেসে উঠেছে। তারপরেই সেই টুইট নিয়ে চেন্নাইকে ট্রোল করতে শুরু করেছেন নেটাগরিকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কারণ, রোহিত এখন শুধু সফলতম অধিনায়কই নন, ব্যাটসম্যান হিসেবেও বাকিদের থেকে অনেক এগিয়ে। চেন্নাই ম্যানেজমেন্ট হয়তো তখন ভেবেছিল উঠতি রোহিত শর্মার ওপর ভরসা করার মানে হয় না। ধোনির পাশাপাশি তখন বদ্রিনাথ, মুরলি বিজয়, রায়না, অনিরুদ্ধ শ্রীকান্তদের মত ভারতীয় তারকার ছড়াছড়ি ছিল চেন্নাই দলে। সেবার চ্যাম্পিয়ন হয় হলুদ জার্সিধারীরা। তাই হয়তো রোহিতের গুরুত্ব তখন বোঝা হয়নি। কিন্তু এখন হয়তো হাত কামড়াচ্ছেন চেন্নাইয়ের কর্মকর্তারা।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
রোহিতকে নিলামে দলে নিতে অস্বীকার করেছিল ধোনির চেন্নাই !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল