আইপিএল-এর প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছেন ধোনি । তাও আবার রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে । তার আগে ধোনির সবচেয়ে বড়, একনিষ্ঠ সমর্থক চিয়ার আপ করল তার বাবা’কে । মিষ্টি একটি ভিডিও বার্তায় জিভা সিএসকে’র হয়ে গলা ফাটাল । আবার শেষে ‘কাম অন পাপা’ বলতেও শোনা গেল আধো আধো গলায় ।
advertisement
করোনা আবহে যখন প্রায় সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ, তখন আশার একমাত্র আলো জ্বালিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ । তবে অতিমারীর সময়ে এই প্রথমবার আইপিএল অনুষ্ঠিত হচ্ছে দেশের বাইরে । দুবাইতে উড়ে গিয়েছে গোটা আইপিএল টিম । আজ, শনিবার থেকেই সেই মহাযুদ্ধের শুভারম্ভ ।
advertisement
Location :
First Published :
September 19, 2020 1:46 PM IST