কেকেআরের বিরুদ্ধে জেতার জন্য এদিন চেন্নাইয়ের শেষ ৩ ওভারে ৩১ রান দরকার ছিল। বরুণ চক্রবর্তী ১৮ তম ওভারে মাত্র ৫ রান দেন এবং মহেন্দ্র সিং ধোনিকে বোল্ড করেন। বরুণের ফুল লেন্থ বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন ধোনি। এম এস এদিন চার বলে এক রান করার পর আউট হন। বরুণ চলতি মরশুমে ১০ টি ম্যাচে ১১ টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট চমৎকার। ৬.৯২। সেরা পারফরম্যান্স ১৩ রানে ৩ উইকেট।
advertisement
গত বছর কেকেআরের হয়ে খেলার সময় বরুণ চক্রবর্তী এমএস ধোনিকে বারবার বিরক্ত করে ছেড়েছিলেন। গত মরশুমে ধোনি প্রথম ম্যাচে ১১ রানে বোল্ড হন। অফ স্টাম্পের বাইরে গিয়ে বরুণের ফুল লেন্থ বলে ধোনি প্রথমে একটি চার মারেন। কিন্তু এর পরের ডেলিভারিতে বরুণ ধোনিকে বোল্ড করেন। দ্বিতীয় ম্যাচে ধোনিকে জোরে বল করে ঠকিয়েছিলেন বরুণ। তিনি ১০৭ কিমি প্রতি ঘণ্টার গতিতে বল করে ধোনিকে বোল্ড করেন।
আরও পড়ুন- IPL 2021 RCB vs MI : বিরাট, ম্যাক্সওয়েলের ব্যাটে লড়াকু রান আরসিবির
টি -টোয়েন্টি বিশ্বকাপ এবার সংযুক্ত আরব আমিশাহীতে অনুষ্ঠিত হবে। আর এখানকার উইকেট বরুণ চক্রবর্তীকে বাড়তি সুবিধা দিচ্ছে। ৩০ বছর বয়সী বরুণ ১৫ সদস্যের ভারতীয় দলে জায়গা পেয়েছেন। তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বরুণ এখন পর্যন্ত মাত্র তিনটি টি -টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন দুটি। চলতি আইপিএলে ৩০ ওভার বোলিং করে সব থেকে কম ইকোনমি রেট থাকা বোলারদের তালিকায় বরুণ দুইয়ে। একে বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। ৩৩ ওভারে মাত্র ৬.৮৪ ইকোনমি রেটে রান দিয়েছেন তিনি। জাদেজাও রয়েছেন বিশ্বকাপ দলে।