TRENDING:

IPL 2021: MI vs RR: হারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে টস জিতলেন রোহিত শর্মা

Last Updated:

হারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে মুম্বই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পাঁচবারের চ্যাম্পিয়ন দল। গতবারের বিজয়ী। কিন্তু এবার সেই দলের এমন অবস্থা কেন! অনেকেই বলতে পারন, চিরদিন কারো সমান যায় না। সত্যি কথা। ক্রিকেটে তা যায়ই না। পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স এবার শুরু থেকেই সমস্যায়। আসল দলের একের পর এক তারকা ফ্লপ। গতবার যাঁদের অলরাউন্ড পারফরম্যান্স দুরন্ত খেলেছিল মুম্বই, এবার তাঁরাই ফর্মের অভাবে ধুঁকছেন। দলের অধিনায়ক রোহিত শর্মা রান পাচ্ছেন। কিন্তু শর্মাজি ছাড়া বাকিদের অবস্থা বেশ খারাপ। হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে কায়রন পোলার্ড, ধারাবাহিকতার অভাবে ভুগছেন মুম্বইয়ের তারকারা। আজ রাজস্থানের বিরুদ্ধে রোহিত ছাড়া দলের অন্য তারকারা ফর্মে না ফিরলে মুম্বইয়ের সমস্যা আরও বাড়তে পারে। আজ টস জিতে রোহিত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন।
advertisement

এবারের আইপিএলে উইকেট নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আইপিএল মানে বিনোদন। আর রান না উঠল বিনোদনের প্রশ্নই নেই। এবার আইপিএলের শুরুর দিকে ম্যাচ হয়েছেন চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। চিপকের উইকেট বরাবর স্পিন সহায়ক বলে পরিচিত। অর্থাত্ স্লো উইকেট। এমন উইকটে স্ট্রোক প্লে করা মুশকিল হচ্ছিল ব্যটসম্যানদের জন্য। ফল রানও উঠছে খুব কম। এমনকী ১৬০-১৭০ রান তাড়া করতে নেমে পরে ব্যাট করা দলের কালঘাম ছুটে যাচ্ছে। যার জেরে এবার শুরু থেকেই যেন আইউপিএলে মনোরঞ্জনের অভাব ছিল। এবার চেন্নাইয়ের বাইরে প্রথম ম্যাচ খেলতে নামছে রোহিতের মুম্বই। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এসে এবার রোহিতের মুম্বইয়ের ভাগ্যের শিঁকে ছেড়ে কি না সেটাই দেখার। এখনও পর্যন্ত পর পর দুটি ম্যাচ হেরেছে মুম্বই। আজ রাজস্থানের কাছে হারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: MI vs RR: হারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে টস জিতলেন রোহিত শর্মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল