এবারের আইপিএলে উইকেট নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আইপিএল মানে বিনোদন। আর রান না উঠল বিনোদনের প্রশ্নই নেই। এবার আইপিএলের শুরুর দিকে ম্যাচ হয়েছেন চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। চিপকের উইকেট বরাবর স্পিন সহায়ক বলে পরিচিত। অর্থাত্ স্লো উইকেট। এমন উইকটে স্ট্রোক প্লে করা মুশকিল হচ্ছিল ব্যটসম্যানদের জন্য। ফল রানও উঠছে খুব কম। এমনকী ১৬০-১৭০ রান তাড়া করতে নেমে পরে ব্যাট করা দলের কালঘাম ছুটে যাচ্ছে। যার জেরে এবার শুরু থেকেই যেন আইউপিএলে মনোরঞ্জনের অভাব ছিল। এবার চেন্নাইয়ের বাইরে প্রথম ম্যাচ খেলতে নামছে রোহিতের মুম্বই। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এসে এবার রোহিতের মুম্বইয়ের ভাগ্যের শিঁকে ছেড়ে কি না সেটাই দেখার। এখনও পর্যন্ত পর পর দুটি ম্যাচ হেরেছে মুম্বই। আজ রাজস্থানের কাছে হারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে তারা।
advertisement
Location :
First Published :
April 29, 2021 3:02 PM IST