আজকের ম্যাচে রোহিতরা ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব। অন্যদিকে সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট অর্জন করা পঞ্জাব কিংস নেট রান রেটে মুম্বইয়ের থেকে এগিয়ে রয়েছে। লিগ তালিকার পঞ্চম স্থানে তাদের অবস্থান। প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকতে কেএল রাহুলদেরও আজকের ম্যাচ জিততেই হবে। আইপিএলে এখনও পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ বার জিতেছে পঞ্জাব কিংস (একদা কিংস ইলেভেন পঞ্জাব)।
advertisement
চলতি আইপিএলের প্রথম পর্বে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রভাব বিস্তার করেছিল পঞ্জাব। ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। পাঞ্জাব কিংসের হয়ে ২টি করে উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি ও রবি বিষ্ণোই। জবাবে ১৭.৪ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল প্রীতি জিন্টার দল। ৫২ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক কে এল রাহুল। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আজকের ম্যাচে খেলতে নামা পঞ্জাব কিংসের প্রথম একাদশও কার্যত অপরিবর্তিত থাকার কথা।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সৌরভ , সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, কোলটার দি নিল, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট।
পঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশ : কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মন্দিপ, ক্রিস গেইল, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, দীপক হুডা, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, নাথান এলিস।