TRENDING:

MI vs CSK: ডুপ্লেসি-রায়াডুর ব্যাটে বাজিমাত ! হাড্ডাহাড্ডির লড়াইয়ে মুম্বইকে হারাল চেন্নাই

Last Updated:

৪ বল বাকী থাকতেই ৫ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই ইন্ডিয়ান্স: ১৬২/৯ (২০ ওভার)
advertisement

চেন্নাই সুপার কিংস: ১৬৬/ ৫ (১৯.২ ওভার)

৪ বল বাকী থাকতেই ৫ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস

#আবুধাবি: আইপিএলের ম্যাচ মানেই হয়তো এরকম ৷ করোনা আবহে দীর্ঘদিন পর শনিবার কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নেমেছিলেন মুম্বই ও চেন্নাই দলের অধিকাংশ ক্রিকেটারই ৷ আর টুর্নামেন্টের শুরুটাই হল দুর্দান্ত ৷ ব্যাটসম্যান-বোলারদের সমানে সমানে লড়াইয়ের ম্যাচের সাক্ষী থাকলেন বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা টেলিভিশনের মাধ্যমে ৷ করোনা আবহেও ক্রিকেটের লড়াই জমে উঠল মরুশহরে ৷ হাড্ডাহাড্ডির ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস ৷

advertisement

Photo Courtesy: IPLT20.com

শনিবার মহেন্দ্র সিং ধোনির দল চার বল বাকি থাকতেই ম্যাচ জিতল পাঁচ উইকেটে। টস জিতে এদিন ফিল্ডিং নিয়েছিলেন সিএসকে অধিনায়ক ধোনি ৷ সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ৷ এক বছরেরও বেশি সময় ধরে তিনি ক্রিকেট মাঠের বাইরে ৷ তাই সবার নজর ছিল সিএসকে অধিনায়কের দিকেই ৷ এদিন তাঁর ব্যাটিং উপভোগ করা হয়তো সম্ভব হয়নি ৷ কিন্তু ‘ক্যাপ্টেন কুল’-এর ক্রিকেট মস্তিষ্ক যে সাংঘাতিক ৷ তা ফের একবার প্রমাণ হল আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে রোহিতের মুম্বই ৷ জবাবে রান তাড়া করতে নেমে ৪ বল বাকী থাকতেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় ধোনি ব্রিগেড ৷

advertisement

১৬৩ রান তাড়া করতে নেমে শুরুতেই ওয়াটসন (৪) এবং মুরলী বিজয় (১)-এর উইকেট হারালেও এরপর সিএসকে-কে লড়াইয়ে ফেরান ফ্যাফ ডু প্লেসি (৪৪ বলে ৫৮ নট আউট) এবং আম্বাতি রায়াডু (৭১) ৷ কিন্তু রায়াডু আউট হতেই ফের ম্যাচে ফেরে মুম্বই ৷ দলকে জেতাতে এরপর বাকি কাজটা সারেন ডুপ্লেসি-স্যাম কারান জুটি ৷ কারান ৬ বলে ১৮ রান করেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ৩৪ দিন পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে নামা ‘ক্যাপ্টেন কুল’ এদিনের ম্যাচে নিলেন দুটো ক্যাচ। আইপিএলে তাঁর ক্যাচের সংখ্যা স্পর্শ করল ১০০।

বাংলা খবর/ খবর/IPL/
MI vs CSK: ডুপ্লেসি-রায়াডুর ব্যাটে বাজিমাত ! হাড্ডাহাড্ডির লড়াইয়ে মুম্বইকে হারাল চেন্নাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল