TRENDING:

IPL 2021: সূর্যর ছক্কা দেখে হা গম্ভীর! বললেন, 'বল চিপক পেরোতে জীবনে দেখিনি'

Last Updated:

''স্কোয়ার লেগের উপর দিয়ে বল চিপক পেরিয়ে যাচ্ছে, এমন দৃশ্য আমি আমার কেরিয়ারে কখনও দেখিনি।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: মুম্বইয়ের ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন তিনি। তবে সেই ভিতের উপর বড় রানের ইমারত গড়তে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। তবে সূর্যের তেজ কিছুক্ষণ কেকেআরের উপর থাকল। দাপট নিয়ে খেললেন তিনি। ৩৩ বলে করলেন হাফ-সেঞ্চুরি। তবে তার পর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না। আউট হলেন ৫৬ রান। তবে এদিন সূর্যর একটি ছক্কা নিয়ে আলোচনা চলল। গৌতম গম্ভীর তো বলেই দিলেন, ''স্কোয়ার লেগের উপর দিয়ে বল চিপক পেরিয়ে যাচ্ছে, এমন দৃশ্য আমি আমার কেরিয়ারে কখনও দেখিনি।'' যদিও এই মাঠেই প্রথম ম্যাচে লম্বা ছক্কা হাঁকিয়েছিলেন আরসিবির গ্লেন ম্যাক্সওয়েল।
advertisement

মঙ্গলবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে যখন টস জিতে বল করার সিদ্ধান্ত

নিলেন ইয়ন মর্গ্যান, তখন মনে হয়েছিল আইপিএলে নাইট রাইডার্স দলের কাঁটা মুম্বই ইন্ডিয়ান্সকে বোধহয় আজ পাল্টা জবাব দেবে শাহরুখ খানের দল। শুরুতে ওপেনার ডি কক ফিরে গেলে পরে সেই সম্ভাবনা কিছুটা উজ্জ্বল মনে হচ্ছিল। কিন্তু সূর্য কুমার যাদব তিন নম্বরে নেমে হাওয়া ঘুরিয়ে দিলেন। মুম্বইয়ের পক্ষে ম্যাচ নিয়ে যেতে থাকলেন ক্রমশ। হরভজন থেকে শুরু করে প্যাট কামিন্স, সব বোলারদের বিরুদ্ধে দাপটে ব্যাট করলেন। অর্ধশতরান সম্পন্ন করলেন প্যাট কামিন্সকে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা মেরে। প্রথম ইনিংসে আপাতত এটাই সেরা শট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

শুধু কব্জির জোরে এবং নিখুঁত টাইমিং বল কত দুরে পাঠাতে পারে দেখা গেল। রোহিত শর্মা সূর্যকে বেশি স্ট্রাইক নিতে দিচ্ছিলেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতীয় দলের জার্সি গায়ে উঠেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। দুটি টি টোয়েন্টি ম্যাচের নিজের জাত চিনিয়েছিলেন। এদিনও প্রথমে কিছুটা চাপে পড়ে যাওয়া মুম্বাইকে লড়াইয়ে ফিরিয়ে আনার আসল কারিগর সূর্য। মনে হচ্ছিল কেকেআর বোধহয় এদিন সূর্যের তেজেই ঝলসে যাবে। কিন্তু ছক্কা মারতে গিয়ে শাকিব আল হাসানের বলে শুভমান গিলকে ক্যাচ দিয়ে ফিরলেন। স্বস্তি পেল নাইট রাইডার্স। এবারের টুর্নামেন্টেও সূর্যের আলোয় উজ্জ্বল হবে মুম্বই ইঙ্গিত দিয়ে রাখলেন। মুম্বাই ইন্ডিয়ান্স নিশ্চিন্ত থাকতে পারে সূর্যের ব্যাট চলতে থাকলে অনেক দলের রাতের ঘুম চলে যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: সূর্যর ছক্কা দেখে হা গম্ভীর! বললেন, 'বল চিপক পেরোতে জীবনে দেখিনি'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল