TRENDING:

অবিশ্বাস্য ফিল্ডিং! নিশ্চিত ছক্কা আটকে ক্রিকেটপ্রেমীদের ‘দিল’ জিতলেন ময়াঙ্ক

Last Updated:

এই প্রথমবার কোনও ম্যাচ গড়াল ডাবল সুপার ওভারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: এ বছর আইপিএলে সুপার ওভারের ছড়াছড়ি ৷ রবিবার দুটি ম্যাচেরই নিষ্পত্তি হল সুপার ওভারে ৷ মুম্বই ইন্ডিয়ান্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে তো আবার একটি নয়, ম্যাচের রেজাল্ট পাওয়া গেল দু-দুটি সুপার ওভারের পর !
advertisement

এই প্রথমবার কোনও ম্যাচ গড়াল ডাবল সুপার ওভারে ৷ নিয়ম অনুসারে প্রথম সুপার ওভারে যাঁরা ব্যাটে-বলে অংশ নিয়েছিলেন, তাঁদের কেউ ব্যাটিং-বোলিং করতে পারবেন না। ফলে, দ্বিতীয় সুপার ওভারে মুম্বইয়ের হয়ে ব্যাট করতে এসেছিলেন কায়রন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া। ক্রিস জর্ডনের সেই ওভারে এক উইকেট হারিয়ে ওঠে ১১। শেষ বলে ময়াঙ্ক আগরওয়াল অবিশ্বাস্য ভাবে ছয় না বাঁচালে আরও বেশি রান তাড়া করতে হত পঞ্জাবকে।

advertisement

ময়াঙ্ক আগরওয়াল ৷ চলতি আইপিএলে কিংস ইলেভেনের অন্যতম ভরসাই বটে ৷ ব্যাটে, ফিল্ডিংয়ে সবকিছুতেই প্রতিদিন মুগ্ধ করছেন ময়াঙ্ক ৷ এদিন ডিপ মিড উইকেটে যে অবিশ্বাস্য সেভটা তিনি করেছেন, তা ক্রিকেটপ্রেমীরা মনে রাখবেন অনেক দিন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ক্রিস জর্ডনের বলে কায়রন পোলার্ডের মারা জোরালো শট আর একটু হলেই ছয় হয়ে যাচ্ছিল ৷ ক্যাচ হয়তো তিনি নিতে পারেননি ৷ কিন্তু অনেকটা লাফিয়ে বাউন্ডারি লাইনের ধারে প্রায় পাখির মতো ঝাপিয়ে নিশ্চিত ছক্কা আটকাতে সফল ময়াঙ্ক ৷

বাংলা খবর/ খবর/IPL/
অবিশ্বাস্য ফিল্ডিং! নিশ্চিত ছক্কা আটকে ক্রিকেটপ্রেমীদের ‘দিল’ জিতলেন ময়াঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল