চেন্নাই সুপার কিংস দলের এক কর্তা জানিয়েছেন চেন্নাইয়ে তাঁদের যোগাযোগ বেশি। হাসি এবং বালাজিকে তাই সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। সবরকম ব্যবস্থা তৈরি রাখা হয়েছে। সৌভাগ্যের এটাই যে ওই দুজনের কোনও উপসর্গ নেই। ভারত ছাড়ার আগে হাসির করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে। ব্যক্তিগত বিমানে ফেরত পাঠানো হবে তাঁকে। ব্যক্তিগত বিমান রাঁচিতে ধোনিকে নামিয়ে চলে যাবে হায়দরাবাদ। সব সদস্য বাড়ি ফিরলে তবেই ধোনি বাড়ি যাবে বলে জানিয়ে দিয়েছিলেন। বিদেশি ক্রিকেটারের জন্য ব্যক্তিগত বিমানের আয়োজন করা হয়েছে। কাউকেই ভারতে অপেক্ষায় রাখা হচ্ছে না বলে জানিয়েছেন ওই চেন্নাই কর্তা।
advertisement
আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর কোনও ক্রিকেটারকেই রাখা হচ্ছে না। ক্রিকেটারদের সুরক্ষা সবার আগে বলেই জানিয়েছেন ওই কর্তা। ইতিমধ্যেই ইংল্যান্ডের বেশিরভাগ ক্রিকেটার ফিরে গিয়েছেন। এক দু'দিনের মধ্যে ফিরবেন ইয়ন মর্গ্যান, ক্রিস ওকস এবং মালান।কিন্তু মহেন্দ্র সিং ধোনির এই দায়িত্বশীল আচরণ সকলের নজর কেড়েছে। ডুবন্ত জাহাজের ক্যাপ্টেন যেমন সকল যাত্রীকে নিরাপদে পাঠিয়ে তারপর নিজে বাঁচার কথা ভাবেন, ধোনি ঠিক সেরকমই কাজ করলেন।