আরসিবির সতীর্থ কাইল জেমিসনের সঙ্গে চাহাল একটি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, মার্টিন গুপ্তিলের পর এবার কাইল জেমিসন আমার কাছ হিন্দি শিখতে চাইছে। ব্যস, তার পর থেকেই আরসিবি সমর্থকরা চাহালের সঙ্গে মজা করছেন। অনেকেই বলছেন, এবার কাইল জেমিসনকে হিন্দি শেখানোর নাম করে গালাগালির পাঠ পড়িয়ে দেবেন চাহাল। কারণ ২০২০ সালে গুপ্তিলের সঙ্গে চাহাল কী করেছিলেন, তা প্রায় সব ক্রিকেট সমর্থকদের জানা। ২০২০ আইপিএলের সময় গুপ্তিল ক্যামেরার সামনে একটি হিন্দি অশ্লীল শব্দ বলে ফেলেছিলেন। পরে জানা যায়, তাঁকে সেই অশ্লীল শব্দ শিখিয়েছিলেন চাহাল। গুপ্তিলের সেই অশ্লীল শব্দ উচ্চারণের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল।
advertisement
এবার ফের কাইল জেমিসন হিন্দি শিখতে চাইছেন চাহালের কাছে। আর তার পর থেকেই নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটার টিন সাউদি আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি কাইল জেমিসনকে সাবধান করে লিখেছেন, চাহালের থেকে হিন্দি শেখাটা মোটেও ভাল কাজ নয়। এর আগে আরসিবিতে খেলেছেন কিউয়ি পেসার সাউদি। তাই চাহালের দুষ্টু বুদ্ধি সম্পর্কে তাঁর ধারণা রয়েছে। তাই তিনি কাইল জেমিসনকে আগে থেকেই সতর্ক করেছেন। এর আগেও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের মুখে হিন্দি গালাগালি শোনা গিয়েছে। আইপিএল চলাকালীন বারবার সন্দেহের তির ছিল চাহালের দিকে। আর প্রতিবার দেখা গিয়েছে, সন্দেহ অমূলক ছিল না।
