advertisement
advertisement
চলতি আইপিএলে আহামরি পারফরম্যান্স করতে পারেননি ক্রুনাল। তবুও সতীর্থদের উপর তাঁর এই রাগ উগরে দেওয়া মোটেও ভাল চোখে দেখেনি নেটিজেনরা। ক্রুণালকে সরাসরি আক্রমণ করে কেউ কেউ লিখলেন, এত অ্যাটিটিউড কোথা থেকে আসে দাদা! কেউ আবার লিখলেন, নিজের হতাশার জন্য বারবার কেন সতীর্থদের দায়ী করছেন! একজন আবার লিখলেন, এমন হাবভাব করছেন যেন আপনি বল অফ দ্য সেঞ্চুরি করেছেন আর ফিল্ডারদের দোষেই বারবার রান হচ্ছে। চলতি আইপিএলে ক্রুনাল পান্ডিয়ার পারফরম্যান্স বেশ খারাপ। এবার আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে ক্রুনাল মাত্র তিনটি উইকেট পেয়েছেন। রান দিয়েছেন ১১৬। ক্রুণালের ভাই হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স নিয়েও সমালোচনা চলছে। তিনিও ব্যাট হাতে ফ্লপ। এমনকী বোলিংয়েও তেমন কিছু করতে পারেননি। তবে হার্দিক ফিল্ডিংয়ের নিজের জাত চিনিয়েছেন।
advertisement
Location :
First Published :
April 25, 2021 1:41 PM IST