আজ যেভাবেই হোক রাজস্থান ও কলকাতা জয়ের রাস্তায় ফিরতে মরিয়া। এমন পরিস্থিতিতে আজ দুই দলেরই প্রথম একাদশে পরিবর্তন হতে পারে। রাজস্থানের এখন সব থেকে বড় সমস্যা ওপেনিং পার্টনারশিপ। জস বাটলার ও মনন বোহরা বড় রান করতে পারছেন না। ফলে আজ জস বাটলারের সঙ্গে আজ দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। আইপিএলের প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের ফর্ম তলানিতে ঠেকেছে। ফলে আজ তাঁর কাছেও রাজস্থানের ইনিংস টেনে নিয়ে যাওয়ার বড় দায়িত্ব থাকবে। রাজস্থানের বোলিং লাইন আপে অবশ্য তেমন কোনও বদল হবে না। তবে অ্যান্ড্রু টাই সুযোগ পেলেও পেতে পারেন।
advertisement
কলকাতা নাইট রাইডার্স-এর ওপেনিং জুটি নিয়ে সমস্যা রয়েছে। তবে এখনই ওপেনিং জুটি বদলের কোনও সম্ভাবনা নেই। শুভমান গিল ও নীতিশ রানা বড় ইনিংস খেললে কেকেআরের সমস্যা অনেকটাই সমাধান হতে পারে। তবে কলকাতার সব থেকে বড় চিন্তা ইয়ন মরগানের ফর্ম। আজ রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের বোলিং লাইনে বদল হতে পারে। কমলেশ নাগরকোটি এবং শিভম মাভির মধ্যে একজন সুযোগ পাবেন। প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে পেস অ্যাটাক সামলাবেন তিনি। এছাড়া প্যাট কামিন্স রয়েছেন।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশ- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, শিভম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওটিয়া, ক্রিস মরিস, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।
কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ- নীতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণা।
