TRENDING:

IPL 2021: প্রেমে ধোঁকা? নাকি অন্যকিছু? হঠাৎ কেন মদের বোতল হাতে রাসেল?

Last Updated:

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মদের বোতল হাতে ছবি দিয়েছেন রাসেল। সেখানে ক্যাপশন লিখেছেন, ' ইটস ওকে নট টু বি ওকে'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মদের বোতল হাতে এই ছবি দিয়েছেন রাসেল
মদের বোতল হাতে এই ছবি দিয়েছেন রাসেল
advertisement

কোথায় ঝড় তুলবেন, প্র্যাকটিসে পরিশ্রম করবেন, তা নয়, উল্টে নেশা করছেন ঘরে বসে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মদের বোতল হাতে ছবি দিয়েছেন রাসেল। সেখানে ক্যাপশন লিখেছেন, ' ইটস ওকে নট টু বি ওকে'। অর্থাৎ স্বাভাবিক জ্ঞানে না থাকাটাও মাঝে মাঝে ঠিক আছে। আর যায় কোথায়? মুহুর্তের মধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তীব্র সমালোচনা করেছেন কেউ কেউ। আবার স্পোর্টিং স্পিরিটে অনেকে ব্যাপারটাকে দেখেছেন।

advertisement

তবে রাসেল হঠাৎ কেন এমন কাণ্ড ঘটালেন কেউ জানেন না। তবে কী টানা ব্যর্থতার পর আর নিজেকে সামলাতে পারলেন না? নাকি অন্য কোনও ব্যাপার। প্রেমে ধাক্কা খেয়েছেন? উঠছে বিভিন্ন রকম প্রশ্ন। বাড়ছে রহস্য। রাসেল কী শুধু মজা করতেই এমন করলেন? খুলে কিছু বলেননি তিনি। তবে একটা জিনিস নিশ্চিত ভাবে বলা যায়। এই টানা ব্যর্থতা যদি তাঁর চলতে থাকে তাহলে কেকেআর জার্সিতে এটাই তাঁর শেষ আইপিএল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

অন্য ফ্র্যাঞ্চাইজি হলে এতদিনে তিনি দলে জায়গা পেতেন না। কেকেআর বলেই জামাই আদরে আছেন। কিন্তু সবকিছুর একটা সীমা আছে। হাতে থাকা বাকি কয়েকটা ম্যাচে উল্লেখযোগ্য কিছু করতে না পারলে বেগুনি সোনালী জার্সিতে তাঁর বিদায়ের সময় এসে গিয়েছে। অধিনায়ক হিসেবে গৌতম গম্ভীর থাকলে রাসেলের এমন মনোভাবের কড়া সমালোচনা হত সন্দেহ নেই।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: প্রেমে ধোঁকা? নাকি অন্যকিছু? হঠাৎ কেন মদের বোতল হাতে রাসেল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল