TRENDING:

IPL 2021 : কোন বছর অভিশপ্ত ছিল রাসেলের কাছে? কী বলছেন তারকা?

Last Updated:

২০১৭ সাল তাঁর জীবনের কঠিনতম বছর। এমনটা শুধু মনে করেন না। সেটা স্বীকার করে নিলেন আন্দ্রে রাসেল। নিষিদ্ধ ওষুধ সেবনের জন্য সেই বছর আন্তর্জাতিক ও সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন ‘দ্রে রাস’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হতাশায় ভুগতেন রাসেল
হতাশায় ভুগতেন রাসেল
advertisement

২০১৭ সাল তাঁর জীবনের কঠিনতম বছর। এমনটা শুধু মনে করেন না। সেটা স্বীকার করে নিলেন আন্দ্রে রাসেল। নিষিদ্ধ ওষুধ সেবনের জন্য সেই বছর আন্তর্জাতিক ও সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন ‘দ্রে রাস’। তবে কলকাতা নাইট রাইডার্স তাঁর প্রতি ভরসা হারায়নি। তাই শাহরুখ খানের দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ৩ মে বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে কেকেআর। পরপর হেরে অইন মর্গ্যানের দলের হাল বেশ খারাপ। যদিও রাসেল কিন্তু বর্তমান নয়, বরং অতীতে মজে আছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

বললেন, “সাধারণত খারাপ সময়ে সবাই মুখ ফিরিয়ে নেয়। কিন্তু কেকেআর পরিবার আমার তরফ থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তাই পরের মরশুমে স্বমহিমায় ফিরে আসি। যদিও অনেকে আমার প্রতি ভরসা রাখতে পারেনি। কিন্তু আমি জানি আমি দলের জন্য কী করতে পারি " । দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম একদিকে যখন রানা, গিল এবং কিছু ক্রিকেটারের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন অন্যদিকে রাসেল কিন্তু নিজের মেজাজেই আছেন। আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ব্যাটিংয়ে। নিজের সেরা ছন্দ যত টুর্নামেন্ট এগোবে তত খুঁজে পাবেন আশাবাদী তিনি। কিন্তু পরিসংখ্যান বলছে আর একটা ম্যাচ হারলে কার্যত প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021 : কোন বছর অভিশপ্ত ছিল রাসেলের কাছে? কী বলছেন তারকা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল