কলকাতা নাইট রাইডার্স-এর এখন ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে কেকেআরের মতো একই পয়েন্ট পেয়ে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আপাতত রানরেটের বিচারে কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে। আইপিএলের পয়েন্ট টেবিলে ৪ নম্বরে রয়েছে কেকেআর। আর ৫ নম্বরে থেকে কলকাতার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফের জায়গা দখলের লড়াইয়ে সব থেকে এগিয়ে। কারণ পঞ্জাব ও রাজস্থানের প্লে-অফে পৌঁছানোর রাস্তায় কাঁটা ছড়িয়ে রয়েছে।
advertisement
আরও পড়ুন- ঈশানের ব্যাটে রাজস্থানকে উড়িয়ে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল রোহিতরা
চতুর্থ দল হিসেবে তাই প্লে-অফে ওঠার অন্যতম দাবিদার কলকাতা ও মুম্বাই। এবার দেখে নেওয়া যাক মুম্বাইয় ও কলকাতার মধ্যে কার প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা বেশি!
কেকেআর বৃহস্পতিবার খেলবে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে। এই ম্যাচে রাজস্থানকে বড় ব্যবধানে হারাতে পারলে সরাসরি প্লে-অফের টিকিট পেয়ে যাবে ইয়ন মরগ্যানের দল। এক্ষেত্রে মুম্বই পরের ম্যাচে হারলে রাজস্থানের বিরুদ্ধে কেকেআর কম ব্যবধানে জিতলেও পৌঁছে যাবে প্লে অফে।অন্যদিকে মুম্বাই শেষ ম্যাচে কম ব্যবধানে জিতলে নাইটরা রাজস্থানকে সাধারণ ব্যবধানে হারালেও প্লে-অফের দরজা খুলে যাবে। তবে শেষ ম্যাচে রাজস্থানকে হারাতেই হবে কেকেআরকে।
কেকেআরের থেকে রানরেটে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে মুম্বাই। ফলে শেষ ম্যাচে মুম্বাইকে বড় ব্যবধানে জিততে হবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। শেষ ম্যাচে রোহিত শর্মার দলের শুধু জিতলে হবে না। মুম্বাইকে বড় ব্যবধানে জিততে হবে। না হলে মুম্বাইকে পিছনে ফেলে কলকাতা পৌঁছে যাবে প্লে-অফে।