কলকাতা ও মুম্বই এখনও পর্যন্ত মোট ২৭ বার মুখোমুখি হয়েছে৷ তার মধ্যে ২১ টি ম্যাচ জিতেছে মুম্বই৷ আর কলকাতা ম্যাচ জিতেছে মাত্র ৬ বার৷ মুম্বইয়ের রোহিত শর্মা কলকাতার বিরুদ্ধে ম্যাচ হলেই জ্বলে ওঠেন৷ কলকাতার বিরুদ্ধে তাঁর মোট রান ৮২৩৷ সূর্যকুমার যাদব (৩৬৭), কাইরন পোলার্ড (২৪৬) রয়েছেন রোহিতের ঠিক পরেই৷ নিজের আইপিএলের একমাত্র শতরান রোহিত করেছিলেন কলকাতার বিরুদ্ধেই, ইডেনে৷ মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের সফলতম বোলার সুনীল নারিন৷ এখনও পর্যন্ত মোট ২২ টি উইকেট নিয়েছেন৷ চিপকের উইকেট স্পিন সহায়ক। এমন পিটে স্পিন ধরলে বাজি মারতে পারে কেকেআর। গত ম্যাচে শাকিব আল হাসানকে খেলিয়েছে কেকেআর। মুম্বইয়ের বিরুদ্ধে ফের শাকিবকে খেলাবে কেকেআর! নাকি এই ম্যাচে নারিনকে খেলানো হবে!
advertisement
কেকেআর- শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ম মরগ্যান, দীনেশ কার্তিক, শাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণা।
মুম্বই- কুইন্টন ডি কক, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, এম জানসেন, আর চাহার, জসপ্রিত বুমরা, ট্রেন্ট বোল্ট।