শাহরুখ খানের দলের ব্যর্থতা দেখে অবশেষে মুখ খুলেছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন দলের টিম ম্যানেজমেন্টের ভাবনাচিন্তা সঠিক নয়। গুরুত্বপূর্ণ সময় কী সিদ্ধান্ত নেওয়া উচিত তা দেখাতে পারছে না কোটি কোটি টাকা নেওয়া টিম ম্যানেজমেন্টের সদস্যরা। অথচ কোচ ব্রেন্ডন ম্যাককালাম থেকে শুরু করে বোলিং কোচ কাইল মিলস, অভিষেক
নায়ার প্রত্যেকেই অভিজ্ঞ। বীরেন্দ্র সেওয়াগ কেকেআর দলের তুলনা করেছেন মন্থর, বোরিং সিনেমার সঙ্গে। জানিয়েছেন নিজের মোবাইল বা ল্যাপটপে যখন সিনেমা দেখতে বসেন, তখন কোনও জায়গা পছন্দ না হলে ফাস্ট ফরওয়ার্ড করে দেন। ইয়ন মর্গ্যান, রানা, গিলদের দেখেও সেটাই করতে ইচ্ছে করে তাঁর।
advertisement
সবচেয়ে বড় কথা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট ঠিক কী ভূমিকা পালন করছে প্রশ্ন তুলেছেন বীরু। একটা দল টানা ব্যর্থ হলে সাফল্যের জন্য কিছু পরিবর্তন করে দেখা হয়। কিন্তু কেকেআর ব্যাটিং অর্ডারে সেরকম কিছু হচ্ছে না। দলের সেরা ব্যাটসম্যানদের গড় প্যাট কামিনসের থেকে কম। এই পরিসংখ্যানে বোঝা যায় নাইট ব্যাটিংয়ের দৈনতা। বীরেন্দ্র সেওয়াগ মনে করেন হেরে গেলেও একটা দলের খেলা দেখে বোঝা যায় তাঁরা ম্যাচ জেতার জন্য কতটা চেষ্টা করেছিল। কিন্তু নাইটদের দেখে হতাশা ছাড়া কিছু পাচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা। তাই আগামীদিনে সময় নষ্ট করে বেগুনি জার্সিধারীদের খেলা দেখতে তিনি বসবেন কিনা নিশ্চিত নন।