সমর্থকদের হতাশ হতে বারণ করছেন ইয়ন মর্গ্যান। পরিষ্কার জানিয়েছেন তিনি নিশ্চিত একটা জয় পেলেই বদলে যাবে চিত্রটা। সুপার কিংস দলের বিরুদ্ধে হেরে গেলেও নাইট অধিনায়ক মনে করেন টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল এবং লোয়ার মিডল অর্ডার যে লড়াই করেছে তা আগামীদিনে সাহস বাড়াবে তাঁদের। আন্দ্রে রাসেল এবং প্যাট কামিন্স যে মরিয়া লড়াই চালিয়েছিলেন তা বাকিদের অক্সিজেন দেবে। তিনি নিশ্চিত ব্যাট হাতে নিজেও তাড়াতাড়ি বড় রান পাবেন।
advertisement
নেটে অনুশীলন করার সময় ভাল করছেন, অথচ ম্যাচে রান পাচ্ছেন না। মর্গ্যান ভেঙে পড়তে নারাজ। শনিবার পরের ম্যাচ। প্রতিপক্ষ রাজস্থান। নাইট অধিনায়ক নিশ্চিত গোটা দল চেন্নাই ম্যাচ থেকে পজিটিভ দিকগুলো থেকে মোটিভেশন পেয়ে নামবে ওই দিন। নিজের বড় রান পাওয়া নিয়ে খুব একটা চিন্তিত হতে নারাজ। পরিষ্কার বলছেন বহু বছর আইপিএল খেলছেন। জানেন কীভাবে ফর্মে ফিরতে হয়। সমর্থকদের একটু ধৈর্য রাখতে অনুরোধ করছেন।
তবে শুধু ব্যাটিং নয়, তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। গৌতম গম্ভীরের মত প্রাক্তন ক্রিকেটার আরসিবি ম্যাচের পরেই প্রশ্ন তুলেছিলেন ইংলিশ অধিনায়কের বোলিং পরিবর্তন নিয়ে। মর্গ্যান অবশ্য বাইরের সমালোচনায় কান দিতে নারাজ। সমালোচনার জবাব মুখে নয়, মাঠে দিতে চান কেকেআর অধিনায়ক। পাশাপাশি তাঁর জন্য আরও একটা খারাপ খবর ছিল ম্যাচের পর। স্লো ওভার রেটের জন্য ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির একই কারণে জরিমানা হয়েছিল।