ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মনে করেন ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে সুরক্ষিত হলেন আইপিএল খেলা ক্রিকেটাররা। যেভাবে খেলার মাঠ থেকে শুরু করে টিম হোটেল সব জায়গায় সাবধানতা অবলম্বন করা হচ্ছে এবং জৈব সুরক্ষা বলয় মজবুত করা হচ্ছে তাতে বিশেষ ভয়ের কারণ নেই মনে করেন তিনি। পাশাপাশি তিনি বুঝে উঠতে পারছেন না যখন কোনও দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করে তখন যত কঠিন পরিস্থিতি হোক, কী করে মাঝপথে দলকে ছেড়ে সে ফিরে যেতে পারে? এমন মানসিকতা মেনে নিতে পারেন না তিনি।
advertisement
প্রয়োজনে এই কঠিন সময়ে ভারতবাসীর পাশে থাকতে চান। পাশাপাশি আইপিএল বন্ধ হয়ে যাক, এই ভাবনার পক্ষে নন তিনি। জানিয়েছেন ইংল্যান্ডে যখন প্রথম লকডাউন হয়েছিল তখন দীর্ঘদিন পর রাগবি ইউনিয়ন লিগ, বুন্দেসলিগা এবং ইপিএল দেখা গিয়েছিল টিভিতে। তাও দীর্ঘ অপেক্ষার পর। একঘেয়েমি কাটাতে পেরেছিল মানুষ। কিছুটা হলেও এই কঠিন পরিস্থিতিতে ভারতবাসীর মনে অক্সিজেন সঞ্চার করছে আইপিএল।
তাই টুর্নামেন্ট বন্ধ হওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। একদিন পরেই আবার ম্যাচ খেলতে হবে কেকেআর দলকে। আমেদাবাদে পঞ্জাবের বিরুদ্ধে চার ম্যাচ পরে জয় পেয়েছিল কেকেআর। বৃহস্পতিবার লড়াই দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে। ইয়ন মর্গ্যান এবং তাঁর দল পুরোপুরি তৈরি।মাঠের ভিতরে প্রতিপক্ষ এবং বাইরে করোনা, কোন লড়াইটা বেশি কঠিন? ইয়ন মর্গ্যান মোটেও করোনার ভয়ে গুটিয়ে থাকতে নারাজ। পাশাপাশি ইংলিশ অধিনায়কের মনোভাব অন্য বিদেশি ক্রিকেটারদের কাছে কী বার্তা বয়ে আনে, সেটাই দেখার।