TRENDING:

IPL 2021: মিডল অর্ডার চিন্তা বাড়াচ্ছে মানছেন মর্গ্যান

Last Updated:

অধিনায়ক ইয়ন মর্গ্যান মেনে নিয়েছেন মিডল অর্ডার ব্যর্থ হওয়ায় নতুন করে ভাবতে হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

কেউ কেউ মনে করছেন চিপকে দীনেশ কার্তিককে এত নীচে নামানোর মানে হয় না। যে মাঠে খেলে তিনি বড় হয়েছেন, যে পিচের চরিত্র তাঁর নখদর্পনে, সেই মাঠে কার্তিককে সঠিক জায়গায় নামায়নি টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি অধিনায়ক ইয়ন মর্গ্যান মেনে নিয়েছেন মিডল অর্ডার ব্যর্থ হওয়ায় নতুন করে ভাবতে হচ্ছে। সবচেয়ে বড় কথা যে জায়গা থেকে মুম্বইয়ের বিরুদ্ধে হেরেছে কেকেআর, সেটা রীতিমত অসম্ভব ব্যাপার। তিরিশ বলে একত্রিশ রান প্রয়োজন। হাতে ছয় উইকেট। এই ম্যাচ কেউ হারতে পারে ভাবাই যায় না।

advertisement

রাসেল বল হাতে সফল হলেও ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই। অনেকেই মনে করছেন তিনি এখন অতীতের ছায়ামাত্র। স্পিন বা পেস, কোনওটাই খেলতে পারছেন না। দেখে মনে হচ্ছে জলের মাছকে টেনে ডাঙায় তোলা হয়েছে। শাকিব বল হাতে কিছুটা সার্ভিস দিলেও, ব্যাট হাতে দুটো ম্যাচে ফ্লপ। দুবারই অফের বল লেগে ঘুরিয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন। অধিনায়ক মর্গ্যান নিজেও বিনা কারণে অতি আক্রমনাত্মক হতে গিয়ে ভুল শট খেলে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। ইংলিশ অধিনায়ক মেনে নিচ্ছেন নিজেদের হাতে থাকা ম্যাচ এভাবে হারতে হওয়া সত্যি হতাশার।

advertisement

অনুশীলনে আগামী তিন দিন কাটাছেঁড়া চলবে ভুল শট খেলার। কিছু জায়গায় ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হতে পারে। মুম্বই যত না ম্যাচ জিতেছে, তার থেকে বেশি কেকেআর তাঁদের জয় উপহার দিয়েছে। মাঝের সময়টা গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কিন্তু মুম্বই বনাম কেকেআর ম্যাচের ভবিতব্য পাল্টায়নি। দিনের শেষে মুম্বই জিতবে, নাইট রাইডার্স হারবে, এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

advertisement

ব্যাটিং যদি প্রথম তিনজনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে মিডল অর্ডারের ভূমিকা কোথায়? কয়েকশো আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রেখে দলকে কী সাহায্য করছেন ইয়ন মর্গ্যান, শাকিব, আন্দ্রে রাসেলরা? সবে টুর্নামেন্টের শুরু। সময় রয়েছে নিজেদের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার। না হলে কিন্তু নতুন অধিনায়ক ইয়ন মর্গ্যান এসেও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নাইটদের ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন না।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: মিডল অর্ডার চিন্তা বাড়াচ্ছে মানছেন মর্গ্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল