শনিবার মুম্বই ইন্ডিয়ান্স-এর কাছে ১২ রানে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে হায়দরাবাদের ওপেনার জনি বেয়ারস্টোর একটি ছক্কা নিয়ে এখনও আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। হায়দরাবাদের ইনিংসের তৃতীয় ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের পেসার ট্রেন্ট বোল্টকে একটি ছক্কা হাঁকান বেয়ারস্টো। সেই সময় আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন তিনি। ওই ওভারে তিনটি বাউন্ডারি মারেন তিনি। সঙ্গে একটি ছক্কা। বোল্টের ওভারের প্রথম ও দ্বিতীয় বলে পরপর চার মারেন বেয়ারস্টো। তিন নম্বর ডেলিভারিতে এক্সটরা কভারের উপর দিয়ে ৯৯ মিটার লম্বা ছক্কা হাঁকান। তাঁর সেই ছক্কা আছড়ে পড়ে মাঠের পাশে রাখা ফ্রিজের উপর। ডাগআউট-এর পাশে থাকা ফ্রিজের কাঁচ ভেঙে পড়ে।
advertisement
হায়দরাবাদের বেশ কয়েকজন ক্রিকেটার ওই সময়ে ডাগ-আউটে বসে ছিলেন। তাঁদের প্রায় কানের পাশ দিয়ে বেরিয়ে যায় বল। অল্পের জন্য বেঁচে যান সানরাইজার্সের ক্রিকেটার। না হলে বল মাথায় লেগে বড় বিপদ হতে পারত। বেয়ারস্টোর সেই বিশাল ছক্কার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মুম্বইয়ের বিরুদ্ধে ২২ বলে ৪৩ রান করেছিলেন ফর্মে থাকা বেয়ারস্টো। ভালই খেলছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হিট উইকেট হয়ে যান তিনি।