TRENDING:

IPL 2021, RR vs MI : মরণ-বাঁচন ম্যাচে বোলিং বিক্রমে রাজস্থানকে অল্প রানে বাঁধল মূম্বই

Last Updated:

James Neesham brilliant spell helps Mumbai Indians restrict Rajasthan Royals to a low score. তিনটে উইকেট নিলেন মুম্বই ইন্ডিয়ানস জিমি নিশাম। ৪ ওভারে মাত্র ১২ রান দিলেন। অনবদ্য স্পেল।মিলারকে ফিরিয়ে দিলেন নাইল। তিনিও তিন উইকেট নিলেন, রাজস্থানকে অল্প রানে বেঁধে ফেলল মুম্বই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজস্থান রয়্যালস - ৯০/৯
advertisement

#শারজা: সাধারণত দেওয়ালে পিঠ ঠেকে গেলে চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়ায়। আর মুম্বই ইন্ডিয়ানস পাঁচবারের চ্যাম্পিয়ন। কঠিন পরিস্থিতিতে অতীতে তারা অনেকবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু ক্রিকেটে অতীতের মূল্য খুব কম। পুরোটাই বর্তমান। সেদিক থেকে দেখতে গেলে মঙ্গলবার ডু অর ডাই লড়াই মুম্বই ইন্ডিয়ানস দলের কাছে।আইপিএল ২০২১ -র প্লে অফে (Playoff) যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচ জয় একমাত্র উপায় মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে৷ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এদিনের ম্যাচে হারলেও তাও একটা ক্ষীণ সুযোগ তাদের সামনে থাকবে৷ কিন্তু রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স যদি এদিনের ম্যাচে কোনও ভাবে হারে তাহলে খেতাব ধরে রাখার আশায় একেবারে জল ঢালা হয়ে যাবে৷

advertisement

অন্যদিকে এই ম্যাচ হেরেও শেষ চারে যেতে পারবে রাজস্থান রয়্যালস৷ টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। তার সিদ্ধান্ত কতটা সঠিক সেটা প্রমাণিত হল শুরু থেকেই। যশস্বী জয়সওয়াল ১২ রান করে ফিরে গেলেন কুলটার ডি নাইলের বলে। এভিন লুইস পায়ে চোট পেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে শট মারছিলেন। তিনটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সাহায্যে তিনি করলেন ২৪ । বুমরার বলে মারতে গিয়ে এলবিডব্লিউ হলেন।

advertisement

চূড়ান্ত ব্যর্থ অধিনায়ক সঞ্জু স্যামসন। তিন রান করে কাট শট খেলতে গিয়ে পয়েন্টে ধরা পড়লেন জয়ন্ত যাদবের থাকে। উইকেট পেলেন জিমি নিশাম। শারজার উইকেটে এমনিতেই বল ধীর গতিতে আসে। তার ওপর জিমি এবং পোলার্ডকে এই ধরনের উইকেটে মেরে রান নেওয়া সহজ কাজ নয়। শিবম দুবে এবং ফিলিপস তাই বড় শট খেলতে পারছিলেন না। গত ম্যাচে চেন্নাই এর বিরুদ্ধে দুর্দান্ত খেলা শিবম দুবে জিমি নিশামের বলে মারতে গিয়ে প্লেড অন হলেন। মাত্র তিন রান করে আউট হয়ে যান তিনি।

advertisement

গ্লেন ফিলিপস বোল্ড হলেন ৪ রান করে। উইকেট পেলেন কুল্টার ডি নাইল। দশ ওভারের মধ্যে ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গেল রাজস্থান। বল অনেক নিচু হয়ে আসছিল। ক্রুনাল পান্ডিয়াকে না খেলিয়ে জিমিকে খেলানো একেবারে সঠিক সিদ্ধান্ত। ডেভিড মিলার এবং রাহুল তেওয়াতিয়া কিছুটা চেষ্টা করলেও রাজস্থানকে ম্যাচে ফেরাতে।কিন্তু সেই নিউজিল্যান্ডের জিমি নিশমের বলে রাহুল উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন। তিনটে উইকেট নিলেন নিশাম। ৪ ওভারে মাত্র ১২ রান দিলেন। অনবদ্য স্পেল।মিলারকে ফিরিয়ে দিলেন নাইল। তিনিও চার উইকেট নিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021, RR vs MI : মরণ-বাঁচন ম্যাচে বোলিং বিক্রমে রাজস্থানকে অল্প রানে বাঁধল মূম্বই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল