প্রথম বলটা সাধারণ অফ স্পিনারের ভঙ্গিতে করলেন। দ্বিতীয় বলটা করার সময় প্রায় ক্রিজ থেকে অনেকটা বাইরের দিকে চলে গেলেন। হাত আরও কোনাকুনি জায়গা থেকে নামল। নিয়মের বিচারে অনৈতিক নয় ঠিকই। রবি অশ্বিন এবং কেদার যাদবকে এই ভঙ্গিতে অতীতে বল করতে দেখা গিয়েছে। তবে ওই ওভারেই গেইলের উইকেট তুলে নেন পরাগ। কাজের কাজ সেরে যান। ওই একটি ওভার ছাড়া আর বল করেননি তিনি।
advertisement
সমর্থকদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় আইপিএল সোশ্যাল মিডিয়া টিম এই বোলিং ভঙ্গির ছবি পোস্ট করে লিখেছে, 'এই হল রাইট আর্ম পারপেন্ডিকুলার' । সমর্থকদের কাছে তাঁদের প্রশ্ন এই বিশেষ ভঙ্গি কে কী নামে ডাকা যায়? বিভিন্ন সমর্থক মজা করে বিভিন্ন কথা লিখেছেন। কেউ বলেছেন রিয়ান পরাগ প্রথম বোলার হিসেবে নিজেই নিজেকে নো বল করেছে। কেউ লিখেছেন নাচতে নাচতে ক্রিস গেইলের উইকেট নিলেন পরাগ।
মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই বোলিং ভঙ্গির ছবি ভাইরাল হয়ে যায়। এই তরুণ প্রতিভা রাজস্থানের হয়ে ব্যাট হাতে অতীতে গুরুত্বপূর্ণ খেলেছেন। আবার ধারাবাহিকতার অভাবে বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে অসমের হয়ে এবার ভাল পারফর্ম করেছিলেন। আপাতত রিয়ান পরাগের 'রাইট আর্ম পারপেন্ডিকুলার' কিন্তু সুপারহিট।
