#দুবাই: টস হেরে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে প্রথমে ব্যাট করতে হল বুধবার রাতে। দুই ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জয়সোয়াল এবং এভিণ লুইস দুরন্ত শুরু করলেন। বিশেষ করে লুইস। একটা সময় ক্যারিবিয়ান ক্রিকেটে ক্রিস গেইলের পর সবচেয়ে আক্রমনাত্মক বাঁহাতি ব্যাটসম্যান ধরা হত তাকে। উইকেটের চারিদিকে শট খেলতে পারেন। একবার যদি নিজের ছন্দ খুঁজে পান, তাহলে তাকে আটকানো মুশকিল আজকে বুঝতে পারল বিরাট কোহলির দল।
advertisement
অন্যদিকে যশস্বী সিঙ্গল নেওয়ার পাশাপাশি লুজ বল বাউন্ডারির বাইরে পাঠালেন। রাজস্থান প্রথম উইকেট হারাল ৭৭ রানে। ৩১ করে ফিরে গেলেন জয়সওয়াল। এরপর ব্যর্থ মহিপাল। লুইস (৫৮) আরসিবি জার্সিতে নতুন খেলতে নামা ইংলিশ বোলার জর্জ গার্টনের বলে মারতে গিয়ে ক্যাচ আউট হলেন। আগের দুটো ম্যাচে বড় রান করলেও এদিন ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন। নাদিমের বলে মারতে গিয়ে দেবদত্তর হাতে ধরা পড়লেন। তার সংগ্রহ ১৯।
সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার ফলে রাজস্থান রয়েলসের রান তোলার স্বাভাবিক গতি কিছুটা ধাক্কা খেল। সম্পূর্ণ ব্যর্থ রাহুল তেওয়াতিয়া। শাহবাজের বলে মারতে গিয়ে ক্যাচ আউট হলেন মাত্র দুই রান করে। ভেঙে পড়ল রাজস্থানের মিডল অর্ডার। ওপেনিং ব্যাটসম্যানরা যে ভিত তৈরি করে গিয়েছিলেন, সেটা বজায় রাখতে পারলেন না মিডল অর্ডার ব্যাটসম্যানরা। বিরাট কোহলি দুই স্পিনার চাহাল এবং বাংলার শাহবাজ আহমেদ বুদ্ধি করে ব্যবহার করলেন।
আজ জিতে প্লে অফ যেতে কতটা মরিয়া ছিল আরসিবি সেটা বোঝা গেল তাদের দলগত পারফরম্যান্স দেখে। রাজস্থানের দুই ওপেনিং ব্যাটসম্যান যতক্ষণ ছিলেন, ততক্ষণ টেনশন ছিল বিরাট কোহলির মুখে। কিন্তু তারপর থেকে যেন উলটপুরান। মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেটে পরিস্থিতি বদলে যেতে কয়েকটা মুহূর্ত লাগে সেটা দেখেই বোঝা গেল। একটা সময় মনে হচ্ছিল আজ দুশো রান তুলবে রাজস্থান রয়েলস।
তবে যতক্ষণ রিয়ান পরাগ এবং ইংল্যান্ডের লিভিংস্টোন ছিলেন কিছুটা আশা ছিল রাজস্থানের বড় রান তোলার। লিভিংস্টোন আবারো ব্যর্থ। চাহালের বলে মারতে গিয়ে ফিরে গেলেন মাত্র ৬ করে। আইপিএলের ইতিহাসে বরাবর শক্তিশালী দল থাকা সত্ত্বেও বারবার খালি হাতে ফিরতে হয়েছে আরসিবি- কে। তাই এবার অন্তত বিরাট কোহলির জন্য তারা মরিয়া চ্যাম্পিয়ন হতে। কারণ এই টুর্নামেন্টের পর আইপিএলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন ভারত অধিনায়ক।
রাজস্থানের ১৬ কোটির ক্রিস মরিস কোন কাজে লাগেন কেউ জানে না। তবু এদিন ব্যাট হাতে কিছুটা চেষ্টা করলেন রিয়ান পরাগ বিহু নেচে নাম করেছিলেন। কিন্তু ব্যাট হাতে বিপক্ষকে নাচাতে তিনি ব্যর্থ।