টিভি সম্প্রচারকারী সংস্থার চাপেই ফাইনাল দুদিন পিছিয়ে দেওয়া হতে পারে বলেই মনে করছে বোর্ডের একাংশ। কারণ টিভি সম্প্রচারকারী সংস্থার তরফে দিওয়ালির সপ্তাহ পর্যন্ত আইপিএল নিয়ে যাওয়ার প্রস্তাব ছিল বিসিসিআইয়ের কাছে। দিওয়ালির দিন ফাইনাল করতে চাইছিলেন তারা। তবে অস্ট্রেলিয়া সফর এবং সেখানকার কোয়ারেন্টাইনের নিয়ম মাথায় রেখে বোর্ড কোনভাবেই টুর্নামেন্ট এক সপ্তাহ পিছিয়ে দিতে নারাজ। টিভি সম্প্রচারকারী সংস্থাও নিজেদের দাবি থেকে সরে আসতে অনড়। তাই বোর্ড সমাধান সূত্র হিসেবে দিওয়ালি সপ্তাহের প্রথমদিকে ফাইনাল নিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে সব দিকই রক্ষা করা সম্ভব হবে। টিভি সম্প্রচারকারী সংস্থাও টিআরপি এবং বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে কিছুটা লাভবান হবে।
advertisement
এমনিতে সংযুক্ত আরব আমিরশাহিতে আবহাওয়া ভারতের থেকে অনেকটাই আলাদা। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ও যথেষ্ট গরম থাকবে ওখানে। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আবহাওয়া পরিবর্তিত হতে শুরু করে। সেই ক্ষেত্রে প্রথমদিকে প্রত্যেকদিন একটি করে ম্যাচ আয়োজিত হলেও পরবর্তী সময়ে দিনে দুটি করে ম্যাচ আয়োজন হতে পারে। তবে আইপিএলের ফাইনাল পিছিয়ে গেলে অস্ট্রেলিয়া সফরের জন্য ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরশাহি থেকেই উড়ে যেতে পারেন বিরাটরা।
