TRENDING:

IPL 2020 Final: বল হাতে দারুণ মুম্বই বোলাররা, লড়লেন শুধু শ্রেয়স-পন্থ, দিল্লির স্কোর১৫৬ /৭

Last Updated:

পঞ্চম খেতাব জয়ের জন্য রোহিতের মুম্বইয়ের লক্ষ্য ১৫৭৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: প্রাথমিক ধাক্কা সামলে দিল্লিকে লড়াইতে ফেরালেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ জুটি৷ এদিন টসে জিতে দিল্লি ক্যাপিটাল্সের ব্যাটিংয়ের সিদ্ধান্ত ব্যাকফায়ার করে৷ শুরুতেই ট্রেন্ট বোল্টের বলে প্যাভিলিয়নে ফিরে যান স্টোয়েনিস৷ চোট থাকায় এদিন বোল্টের খেলা নিয়ে সন্দেহ ছিল ৷ কিন্তু শুরুতেই তাঁর ধাক্কায় কেঁপে যায় দিল্লি৷
advertisement

নিজের দ্বিতীয় ওভারে ২ রানে ব্যাট করা অজিঙ্ক রাহানেকেও তুলে নেন তিনি৷ এ মরশুমে নড়বড়েই ছিলেন রাহানে ৷ মেগা ফাইনালেও তার ব্যতিক্রম হল না৷ বোল্টের দ্বিতীয় শিকার তিনি৷ মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচে দীপক চাহারের জায়গায় জয়ন্ত যাদবকে খেলান৷ আর অধিনায়কের সেই সিদ্ধান্ত সুপারহিট ৷ এদিন ধাওয়ানকে প্যাকআপ করে দেন জয়ন্ত যাদব ৷ ফাইনালে তাঁর ব্যাট থেকে এল ১৩ বলে ১৫ রান৷

advertisement

এরপর অবশ্য প্রচণ্ড নড়বড়ে দিল্লিকে কিছুটা ভরসা দেন শ্রেয়স ও পন্থ জুটি ৷ গোটা মরশুমে সেভাবে দাগ কাটেনি পন্থের ব্যাট ৷ এদিন তিনি ৩৮ বলে ৫৬ রান করেন ৷ তাঁর ইনিংস সাজানো ৪ টি চার ও ২ টি ছয় দিয়ে৷  অধিনায়ক শ্রেয়স করেন ৫০ বলে ৬৫ রান ৷ তাঁর ইনিংসে রয়েছে ৪ টি চার ও ২ টিছয়৷

advertisement

পন্থ আউট হওয়ার পরে হেটমেয়ার ও ফ্লপ ৷তিনি ৫ রানেই প্যাভিলিয়নে ফেরেন৷ এদিন মুম্বইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট ৩ টি উইকেট নেন৷ বুমরাহ উইকেট না পেলেও আঁটোসাঁটো বোলিং করে দিল্লিকে চেপে ধরেন৷ জয়ন্ত যাদব ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন৷

advertisement

এদিকে মঙ্গলবারের মেগা ফাইনালের আগে ফুটছে দুপক্ষই৷ মুম্বইয়ের কাছে ইতিহাসের হাতছানি আর দিল্লির চ্যালেঞ্জ নজির গড়ার৷ নিজেদের পঞ্চম আইপিএল খেতাব জিততে বদ্ধপরিকর৷ অন্যদিকে দিল্লি প্রথম খেতাব ঘরে নিয়ে যেতে চায়৷ এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার৷

এদিন টসে জিতে মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়স৷ যেহেতু প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিরুদ্ধে আগে ব্যাট করে দারুণ রান করেছিল দিল্লি তাই অধিনায়ক সেই সিদ্ধান্তেই থাকলেন৷

তাঁদের প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই৷

Final. Delhi Capitals XI: M Stoinis, S Dhawan, S Iyer, S Hetmyer, R Pant, A Rahane, A Patel, P Dubey, R Ashwin, K Rabada, A Nortje https://t.co/6kuxVfvInp #MIvDC #Dream11IPL #IPL2020

— IndianPremierLeague (@IPL) November 10, 2020

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এদিকে টসের সময় দারুণ আত্মবিশ্বাসী ছিলেন দুই অধিনায়কই৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2020 Final: বল হাতে দারুণ মুম্বই বোলাররা, লড়লেন শুধু শ্রেয়স-পন্থ, দিল্লির স্কোর১৫৬ /৭
Open in App
হোম
খবর
ফটো
লোকাল