অফ স্পিনার গৌতম আইপিএল-এর মঞ্চে পরিচিত মুখ৷ রাজস্থান রয়্যালসের হয়ে ২০১৮ এবং ২০১৯ সালে খেলার পর গত বছর পঞ্জাবের হয়ে খেলেছিলেন গৌতম৷ তবে কখনওই তাঁর পারফরম্যান্স খুব একটা নজর কাড়েনি৷ এবার তাঁকে ছেডে়ও দিয়েছিল পঞ্জাব৷ তাসত্ত্বেও এ দিন নিলামে গৌতমের নাম উঠতেই তাঁকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু করে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস৷ শেষ পর্যন্ত চেন্নাইয়ের মরিয়া মনোভাবের কাছে হার মানতে বাধ্য হয় বাকি দুই দল৷
advertisement
দামের দিক থেকে এ দিনের নিলামে সবার নজর কেড়ে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, জাই রিচার্ডসনরা৷ ভারতীয় হিসেবে একমাত্র গৌতমই তাঁদের সঙ্গে কিছুটা পাল্লা দিয়েছেন৷
বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু রবীন্দ্র জাদেজা এখনও ফিট হয়ে ওঠেননি, তাই বিকল্প হিসেবেই স্পিনার অলরাউন্ডার গৌতমকে দলে নিয়েছে চেন্নাই৷ আইপিএল-এর শুরুর দিকে যদি জাদেজাকে পাওয়া না যায়, সেক্ষেত্রে গৌতমই হতে পারেন ধোনির অন্যতম অস্ত্র৷
কৃষ্ণাপ্পা গৌতমের বয়স ৩২৷ নতুন দলের হয়ে তিনি কতটা ছাপ রাখতে পারেন, সেটাই এখন দেখার৷ গত বছর পঞ্জাবের জার্সিতে মাত্র দুটো ম্যাচে খেলার সুযোগ পান গৌতম৷ এখনও পর্যন্ত আইপিএল-এ ২৪টি ম্যাচে ১৮৬ রান করেছেন গৌতম৷ স্ট্রাইক রেট ১৬৯.০৯৷ এর পাশাপাশি ১৩টি উইকেটও নিয়েছেন তিনি৷ ব্যাটে বলে এই দক্ষতার জন্যই তাঁর উপরে বার বার আস্থা রেখেছে বিভিন্ন দল৷ বিশেষত লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে তাঁর৷ তবে এই প্রথম নয়, এর আগেও আইপিএল-এর নিলামে গৌতমকে ৬.২ কোটি টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস৷