তবে এরপরেও ম্যাক্সওয়েলকে নিয়ে দড়ি টানাটানি৷ প্রথমে কেকেআর নিলামে গলা চড়ালেও পরে দুই দক্ষিণী দল অজি তারকাকে নিয়ে প্রবল লড়াইতে নেমে পড়েন ৷ ১৪.২৫ কোটিকে আরসিবি কিনে নেয় ম্যাক্সওয়েলকে৷
আইপিএলের মিনি নিলামে প্রথম সেটে একেবারে কৃপণের মতোই সিটের সঙ্গে বসে রইলেন আটটি ফ্রাঞ্চাইজির প্রতিনিধিরা৷ শুধুমাত্র কেনা হল স্টিভ স্মিথকে৷ তাঁকে কেনা হল ২ কোটি ২০ লক্ষ টাকায়৷
প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁর নামে বিড করলেও পরে আর আগ্রহ দেখায়নি৷ ফলে প্রাক্তন অজি অধিনায়ককে তুলে নেয় দিল্লি৷
স্টিভ স্মিথ (বেস প্রাইস ২ কোটি টাকা)রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) -এ তাঁর গত মরশুম খুব খারাপ গিয়েছিল৷ তবে তিনিও দারুণ শতরান করেছিলেন করেছিলেন নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া ম্যাচে৷
আইপিএল নিলাম শুরুর মঞ্চেই এল ঘোষণা৷ গত মরশুমে চিন ভারত সম্পর্কে অবনতির জেরে জানানো হয়েছিল আইপিএল স্পনসর থাকছে না ভিভো৷ ড্রিম ইলেভেন এক মরশুমের জন্য হয়েছিল স্পনসর৷ এবার ফের টাইটেল স্পনসর ভিভোই৷