ক্রিকবাজে প্রকাশিত খবর অনুযায়ি বিসিসিআই সকলকেই পুরো বিষয়টির বিবরণ দিয়েছে৷ ৫ অক্টোবর থেকে টেন্ডার ডকুমেন্টস কেনা সম্ভব৷ ১৭ অক্টোবর নিলাম হবে৷ এই নিলাম কোনও ভাবে ই নিলাম হওয়ার সম্ভবনা নেই এখনও অবধি যা পরিস্থিতি৷ পুরনো নিয়ম অনুসারেই নিলাম হবে৷ এমনটাই দাবি সংবাদমাধ্যমে৷
আরও পড়ুন - Lifestyle Tips: টমেটো সস বলেন ,না কেচাপ, রোজকারের নাছোড় অসুবিধায় কামাল করে কেচাপ
advertisement
প্রতি দলকে ১৪ থেকে ১৮ টি ম্যাচ খেলতে হতে পারে
আইপিএলে দলের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য প্রতিটা দলকে লিগ পর্বে বা গ্রুপ পর্বে ১৪ থেকে ১৮ টি করে ম্যাচ খেলতে হতে পারে৷ প্রতিটা ফ্রাঞ্চাইজি হোম ভ্যেনুতে ৭ টি ও অ্যাওয়ে ভ্যেনুতে ৭ টি ম্যাচ খেলতে হয়৷ বর্তমানেও সেই সংখ্যার ম্যাচই খেলতে হয়৷ কিন্তু দল বাড়লে এই ম্যাচের সংখ্যাই ১৮ টি হয়ে যাওয়ার সম্ভবনা৷ এর ফলে টুর্নামেন্টও বর্তমানের চেয়ে আরও বড় হয়ে যাবে৷ এর জেরে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারেও প্রভাব পড়তে পারে৷ লিগ ম্যাচের সংখ্যা ৭৪ থেকে ৯৪ হয়ে যাবে৷ দলগুলিকে ২ টি ভাগে বিভক্ত করা হতে পারে৷
বর্তমান মরশুমের বাকি ৩১ টি ম্যাচ ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে হবে৷নতুন দলগুলির বেস সিটি হওয়ার দৌড়ে আহমেদাবাদ, লখনউ, পুণে শামিল রয়েছে৷ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম , লখনউয়ের ইকানা স্টেডিয়াম ফ্রাঞ্চাইজিদের পছন্দ কারণ এগুলিতে দর্শকাসন বেশি৷