TRENDING:

IPL 2022: আরও ধণী হবে বিসিসিআই! আইপিএলে নতুন দুই দল এলে ৫০০০ কোটি পাবে বোর্ড

Last Updated:

নতুন দলগুলির বেস সিটি হওয়ার দৌড়ে আহমেদাবাদ, লখনউ, পুণে শামিল রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিসিসিআই (BCCI) মিলিয়ন ডলার টুর্নামেন্ট আইপিএলের  (IPL) হাত ধরে আরও মালামাল হতে চলেছে৷ আগামি মরশুমে অর্থাৎ আইপিএল ২০২২ (IPL 2022) -এ আটটি-র বদলে ১০ টি দল খেলবে৷ বোর্ড একটি দলের বেসপ্রাইস প্রায় ২ হাজার কোটি টাকা রেখেছে৷ আগামী মরশুমে ম্যাচের সংখ্যা ৬০ থেকে বেড়ে ৭৪ হতে চলেছে৷ বর্তমান মরশুমের বাকি ৩১ টি ম্যাচ ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে হবে৷
advertisement

আইপিএল গর্ভনিং কাউন্সিল নিজেদের সাম্প্রতিক বৈঠকে এই প্রক্রিয়াকে পুরো করে ফেলেছে৷ বিসিসিআই -র নাম প্রকাশের গোপনীয়তা রাখা সূত্র সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘‘যে কেউ নিজের কোম্পানির ৭৫ কোটি টাকার দস্তাবেজ জমা রেখে কিনতে পারে৷ প্রথম ২ টি নতুন দলের বেস প্রাইস ১৭০০ কোটি টাকা রাখার ভাবনা রাখা হয়েছিল, কিন্তু এখন সেটা ২০০০ কোটি টাকা করার ভাবনা নেওয়া হয়েছে৷ ’’

advertisement

আইপিএলে অর্থনৈতিক পক্ষে বিসিসিআই অন্তত ৫০০০ কোটি টাকা হয়েছে৷ সামনের মরশুমে ৭৪ টি ম্যাচ হবে৷

নিলাম প্রক্রিয়ার বিশেষ নিয়ম - প্রতি বছর ৩০০০ কোটি টাকার বেশি টার্ন ওভার  আছে এমন কোম্পানিকে এই নিলামে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে৷  এদিকে সূত্রের আরও দাবি তাঁর মতে তিনটির বেশি কোম্পানিকে নিলামে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না৷ তবে যদি তিনটি কোম্পানি একসঙ্গে একটি দলের জন্য নিলামে অংশ নেয় তাহলে কোনও অসুবিধা নেই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নতুন দলগুলির বেস সিটি হওয়ার দৌড়ে আহমেদাবাদ, লখনউ, পুণে শামিল রয়েছে৷ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম , লখনউয়ের ইকানা স্টেডিয়াম ফ্রাঞ্চাইজিদের পছন্দ কারণ এগুলিতে দর্শকাসন বেশি৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2022: আরও ধণী হবে বিসিসিআই! আইপিএলে নতুন দুই দল এলে ৫০০০ কোটি পাবে বোর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল