আইপিএল গর্ভনিং কাউন্সিল নিজেদের সাম্প্রতিক বৈঠকে এই প্রক্রিয়াকে পুরো করে ফেলেছে৷ বিসিসিআই -র নাম প্রকাশের গোপনীয়তা রাখা সূত্র সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘‘যে কেউ নিজের কোম্পানির ৭৫ কোটি টাকার দস্তাবেজ জমা রেখে কিনতে পারে৷ প্রথম ২ টি নতুন দলের বেস প্রাইস ১৭০০ কোটি টাকা রাখার ভাবনা রাখা হয়েছিল, কিন্তু এখন সেটা ২০০০ কোটি টাকা করার ভাবনা নেওয়া হয়েছে৷ ’’
advertisement
আইপিএলে অর্থনৈতিক পক্ষে বিসিসিআই অন্তত ৫০০০ কোটি টাকা হয়েছে৷ সামনের মরশুমে ৭৪ টি ম্যাচ হবে৷
নিলাম প্রক্রিয়ার বিশেষ নিয়ম - প্রতি বছর ৩০০০ কোটি টাকার বেশি টার্ন ওভার আছে এমন কোম্পানিকে এই নিলামে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে৷ এদিকে সূত্রের আরও দাবি তাঁর মতে তিনটির বেশি কোম্পানিকে নিলামে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না৷ তবে যদি তিনটি কোম্পানি একসঙ্গে একটি দলের জন্য নিলামে অংশ নেয় তাহলে কোনও অসুবিধা নেই৷
নতুন দলগুলির বেস সিটি হওয়ার দৌড়ে আহমেদাবাদ, লখনউ, পুণে শামিল রয়েছে৷ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম , লখনউয়ের ইকানা স্টেডিয়াম ফ্রাঞ্চাইজিদের পছন্দ কারণ এগুলিতে দর্শকাসন বেশি৷