TRENDING:

Covid 19 Second Wave: বন্ধ হবে না IPL 2021, সাফ জানাল BCCI, যাঁরা ছাড়বেন, তাঁরা ছাড়তেই পারেন!

Last Updated:

Coronavirus Second Wave -এ চারদিকে হাহাকার, কিন্তু বিসিসিআইয়ের পাক্কা মত Show মাস্ট গো অন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: করোনা ভাইরাস  (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ের (Second Wave)  ধাক্কায় পুরো দেশ লড়াই করছে৷ সর্বত্র ওষুধ , বেড, অক্সিজেন জোগাড় করার জন্য পাগলের মতো অবস্থা৷ করোনার জেরে আইপিএল থেকে নাম তুলে নিলেন দিল্লি ক্যাপিটাল্সের রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)৷
IPL 2021 will continue if anyone wants to leave due to coronavirus second wave then there is no harm in it says bcci
IPL 2021 will continue if anyone wants to leave due to coronavirus second wave then there is no harm in it says bcci
advertisement

অশ্বিন সোশ্যাল মিডিয়ায় এই সংবাদ দিয়েছেন৷ তিনি ট্যুইট করে জানিয়েছেন মঙ্গলবার থেকে তিনি আর আইপিএলে খেলবেন না৷ তিনি জানিয়েছেন তাঁর পুরো পরিবার কোভিড ১৯ -র (Covid 19) সঙ্গে লড়াই করছে৷ এই খারাপ সময়ে তাঁদের পাশে থেকে সহযোগিতা করতে চাই৷ যদি সব ঠিক হয় তাহলে খেলায় ফেরবার আশা রাখি৷

অস্ট্রেলিয়া ও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বোলার অ্যান্ড্রু টায় ভারতে ক্রমশ করোনার বৃদ্ধির কারণে আইপিএল (IPL 2021)  মাঝপথেই ছেড়ে দেন৷ তাঁর ভয় ছিল তিনি আদৌ দেশে ফিরতে পারবেন না৷ ওয়াকিবহাল মহলের ইঙ্গিত একাধিক অস্ট্রেলিয় ক্রিকেটার নিজের দেশে ফিরে যেতে পারেন৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা ব্যক্তিগত কারণে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন৷

advertisement

টায় জানিয়েছেন পারথের সরকার অস্ট্রেলিয়ায় ক্রমান্বয়ে বাড়তে থাকা করোনার মামলার জেরে সেখানের সরকার বাইরে থেকে আসা ব্যক্তিদের সংখ্যা কমিয়ে দিচ্ছে৷ আর তাই আদৌ ভারত থেকে গেলে ঘরে ফিরতে পারবেন না এই আশঙ্কায় টায়৷ তিনি এখনও একটিও ম্যাচ খেলেননি৷ তাঁকে এক কোটি টাকায় কেনা হয়েছে৷

বিসিসিআই (BCCI) জানিয়েছে আপাতত যতই সেকেন্ড ওয়েভ আসুক আইপিএল জারি থাকবে৷ কেউ যদি আইপিএল ছাড়তে চায় তাহলে তাদের কোনও আপত্তি নেই৷ এদিকে ব্যাঙ্গালোরের অ্যাডাম জাম্পাকে দেড় কোটিতেআর রিচার্ডসনকে চার কোটিতে কিনেছে৷

advertisement

ব্রিটেন, নিউজিল্যান্ডের মতো একাধিক দেশ এখন ভারত থেকে আসা কাউকে দেশে ঢুকতে দিচ্ছে না৷ অস্ট্রেলিয়া নিজেদের উড়ান ৩০ শতাংশ কমিয়ে দিয়েছে৷ রয়্যালসের লিয়াম লিভিংস্টোন ব্রিটেনে ঢোকা বন্ধ করার আগেই দেশে ফিরে গেছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

এদিকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর ডেভিড হাসি জানিয়েছেন অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার চিন্তায় রয়েছেন যেভাবে ভারতে করোনা ভাইরাসের মামলা বাড়ছে তাতে কী করে দেশে ফিরবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
Covid 19 Second Wave: বন্ধ হবে না IPL 2021, সাফ জানাল BCCI, যাঁরা ছাড়বেন, তাঁরা ছাড়তেই পারেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল