TRENDING:

IPL 2021: টস মিস করেছেন দেখে নিন ওপেনিং ম্যাচের toss, দেখে নিন দু‘দলের প্রথম একাদশ

Last Updated:

জানুন প্রথম ম্যাচের লেটেস্ট আপডেট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই:  ১৪ তম আইপিএলের (IPL 2021) বোধন বিরাট বনাম রোহিত দিয়ে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম আরসিবি। লাল বনাম নীলের লড়াই। রোহিতের মুম্বই পাঁচবারের চ্যাম্পিয়ন। বিরাটের আরসিবি তিনবার ফাইনাল খেলেছে বটে, কিন্তু ট্রফি জেতার সৌভাগ্য হয়নি একবারও। এই ম্যাচটা 'আইপিএলের এল ক্লাসিকো' বললেও ভুল হবে না। আধুনিক সময়ের সাদা বলের ক্রিকেটে দুই সেরা ব্যাটসম্যান।
advertisement

IPL 14 -র প্রথম ম্যাচে টস জেতার ভাগ্য সুপ্রসন্ন হল আরসিবি অধিনায়ক বিরাট কোহলির দিকে ৷ এদিন টসে জিতে ফিল্ডিং নিয়েছেন তিনি ৷ দেখে নিন চিপকে টসের মুহূর্ত ৷

এদিকে দুই দলই নিজেদের প্রথম একাদশ সাজিয়ে নিয়েছে৷ দেখে নিন সেই একাদশ ৷

এই মুহূর্তে আইসিসির টি টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকা বিরাট রয়েছেন পাঁচে। প্রথম দশে নেই রোহিত। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে বিরাট, রোহিত রয়েছেন চতুর্থ স্থানে। বিরাট কোহলি যদি হয়ে থাকেন হ্যামিলিনের বাঁশিওয়ালা, রোহিত শর্মা তাহলে ঘুমন্ত দৈত্য। আগ্রাসী মনোভাবের জন্য যদি পরিচিত হয়ে থাকেন বিরাট, তাহলে শান্ত অথচ বুদ্ধিমান অধিনায়ক হিসেবে রোহিতের জুড়ি মেলা ভার। বিরাটের হাতে যেমন রয়েছেন ওয়াশিংটন, সাইনি, সিরাজদের মত উঠতি ভারতীয় তারকারা, তেমনই সূর্যকুমার, ঈশান, পান্ডিয়া ভাইয়েরা, বুমরার মত তারকা রয়েছে রোহিতের হাতে।

advertisement

দুই দলের মুখোমুখি সাক্ষাতে অনেকটাই এগিয়ে আছে মুম্বই। প্রায় দশটি ম্যাচের ব্যবধানে এগিয়ে নীল জার্সিধারীরা। আরসিবি চিরকাল ভাল দল গড়েও সাফল্য পায় না।এবার ম্যাক্সওয়েল, জেমিসনদের মত তারকাদের দলে নিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে চাইছে আরসিবি। অন্যদিকে গতবারের মূল দল ধরে রেখে কয়েকটা পরিবর্তন করেছে মুম্বই। চেন্নাইয়ের খবর প্রথমার্ধে সুবিধা পাবে ফাস্ট বোলাররা। দ্বিতীয়ার্ধে সাহায্য পাবেন স্পিনাররা।মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দল হলেও এদিন আইপিএলের (IPL 2021) ওপেনিং ম্যাচ (IPL Opening Match) খেলার আগে দুরুদুরু বক্ষেই নামবে৷ কারণ ২০১৩ সাল থেকে আইপিএলের ওপেনিং ম্যাচে লাগাতার হেরে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

গত আট মরশুম ধরে লাগাতার একটাও প্রথম ম্যাচে জিততে পারেনি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স৷ মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে৷ মুম্বই ইন্ডিয়ান্স ২০১৩ , ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ তে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে৷ এই বছর যদি তাঁরা ফের খেতাব জেতে তাহলে আইপিএল জয়ের হ্যাটট্রিক করে ফেলবে তাঁরা। অন্যদিকে বিরাট কোহলির আরসিবি এবার বহুকাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে কিনা সেটাই দেখার।ভারতের অধিনায়ক হিসেবে শেষ দেড় বছরে প্রচুর সাফল্য পেলেও আইপিএলে খালি হাতেই ফিরতে হয় বিরাট কোহলিকে। সেই ট্রাডিশন বদলায় কিনা দেখার।

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: টস মিস করেছেন দেখে নিন ওপেনিং ম্যাচের toss, দেখে নিন দু‘দলের প্রথম একাদশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল