মুম্বইতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে ১০ টি ম্যাচ হওয়ার কথা৷ এরমধ্যে ২ টি ম্যাচ খেলা হয়ে গেছে৷ আট ম্যাচ বাকি রয়েছে৷ রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটাল্সের মধ্যে বৃহস্পতিবার ১৫ এপ্রিল পরের ম্যাচ খেলা হবে৷ শুক্রবার ১৬ এপ্রিল পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের লড়াই হবে৷ মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্ধব ঠাকরে কার্ফু -র মধ্যে অত্যাবশক পণ্যের পরিষেবায় ছাড় থাকবে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছে লকডাউনের সময় সমস্ত বিধিনিষেধ লাগু থাকবে যা ১৪৪ ধারায় হয়৷ আর নিয়মভঙ্গকারীদের শাস্তিতে পড়তে হবে৷
advertisement
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছে, ‘‘আমরা শক্ত প্রতিবন্ধকতা লাগিয়েছি৷ পুরো রাজ্যে বুধবার থেকে ১৪৪ ধারা জারি হবে৷ আমি লকডাউন করছি না৷ লোকাল ট্রেন, বাস, জরুরি পরিষেবা চলবে৷ পেট্রোল পাম্প , ব্যাঙ্ক, নির্মাণ কাজ, হোটেল, রেস্তোঁরা, বন্ধ থাকবে৷ লোকে খালি বাড়িতে জিনিস নিয়ে যেতে পারবেন৷ অর্থাৎ হোম ডেলিভারি হবে৷ সিনেমা হল , অ্যামিউমেন্ট পার্ক , জিম সব বন্ধ থাকবে৷ ’’
মহারাষ্ট্রে করোনা সংক্রমণের জেরে এখন পরিস্থিত অত্যন্ত চিন্তাজনক৷ মঙ্গলবার রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের ৬০ হাজারেরও বেশি নতুন কেস এসেছে৷ মৃত্যু হয়েছে ২৮১ জনের৷ সংক্রমণ রুখতে সরকারকে এই পদক্ষেপ নিতে হয়েছে৷
মুম্বইতে আইপিএলের বাকি ম্যাচ
১৫ এপ্রিল - রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটাল্স
১৬ এপ্রিল- পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস
১৮ এপ্রিল- দিল্লি ক্যাপিটাল্স বনাম পঞ্জাব কিংস
১৯ এপ্রিল - চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস
২১ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস
২২ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম রাজস্থান রয়্যালস
২৪ এপ্রিল - রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স
২৫ এপ্রিল -চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
