TRENDING:

Sehwag on Ruturaj : বিশ্ব ক্রিকেটকে শাসন করবে ঋতুরাজ, বলে দিলেন সেহওয়াগ

Last Updated:

IPL 2021 Virender Sehwag believes Ruturaj Gaikwad is a special talent . সেহওয়াগ পরিষ্কার জানিয়েছেন শুধু আইপিএলে আটকে থাকবে না এই ছেলে। আরো বড় মঞ্চের জন্য তৈরি হয়েছে ঋতুরাজ। শুধু সময়ের অপেক্ষা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বপ্নের ছন্দে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়
স্বপ্নের ছন্দে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়
advertisement

পরিষ্কার জানিয়েছেন শুধু আইপিএলে আটকে থাকবে না এই ছেলে। আরো বড় মঞ্চের জন্য তৈরি হয়েছে ঋতুরাজ। শুধু সময়ের অপেক্ষা। খুব তাড়াতাড়ি বিশ্ব ক্রিকেটে নিজের নাম প্রতিষ্ঠা করবে মহারাষ্ট্রের এই ব্যাটসম্যান। সেহওয়াগ মনে করেন ঋতু এমন জাতের ব্যাটসম্যান, যাঁর ব্যাটিং চোখের পক্ষে আরামদায়ক। ফাস্ট বোলিং এবং স্পিন, দুটোর বিরুদ্ধেই দুর্দান্ত টেকনিক। টি টোয়েন্টি ফরম্যাটে শট খেলার মত সাহস এবং যোগ্যতা দুটোই আছে।

advertisement

শুভমন গিল, যেমন টেকনিক্যাল দিক থেকে ভাল ব্যাটসম্যান, কিন্তু এই ফরম্যাটে কোথাও যেন নিজেকে হারিয়ে ফেলেন। কিন্তু ঋতুরাজের ক্ষেত্রে সেটা হয় না। ওপেন করতে নেমে লম্বা ইনিংস খেলার ক্ষমতা রাখেন ঠাণ্ডা মাথার এই ব্যাটসম্যান। কয়েকদিন আগে বুমরার বিরুদ্ধে সুইপ করে ছয় মেরেছিলেন। বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা বোলারকে এভাবে কোনও ব্যাটসম্যান মারার সাহস দেখায়নি। ঋতুরাজ বিশেষ প্রতিভা যা রোজ রোজ আসে না, মনে করেন বীরু।

advertisement

তিনি নিশ্চিত হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নেবেন ধোনির দলের এই ব্যাটসম্যান। ঋতুরাজ গায়কোয়াড়ের বিধ্বংসী ব্যাটিং। আইপিএল কেরিয়ারে প্রথম সেঞ্চুরি সিএসকে তারকার। ৬০ বলে খেললেন ১০১ রানের অপরাজিত স্মরণীয় ইনিংস। ৯টি চার ও ৫টি ছয়ে সাজানে ঋতুরাজের ইনিংস। ২০১৮ আইপিএলের পর কোনও সিএসকে তারকা আইপিএলে সেঞ্চুরি হাকালেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

প্রথম থেকেই মারমুখী ছিলেন ঋতুরাজ। তবে অল্প কথা বলতে পছন্দ করা ঋতুরাজ এখানেই থেমে থাকতে চান না। জাতীয় দলে সুযোগ পাওয়া এবং নিয়মিত খেলা তার আসল লক্ষ্য। বীরেন্দ্র সেহওয়াগ মনে করেন ঋতুরাজের এই স্বপ্ন খুব তাড়াতাড়ি সফল হবে।

বাংলা খবর/ খবর/IPL/
Sehwag on Ruturaj : বিশ্ব ক্রিকেটকে শাসন করবে ঋতুরাজ, বলে দিলেন সেহওয়াগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল