TRENDING:

IPL 2021: কলকাতা হারলেও অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপে রমরমা নাইটদেরই

Last Updated:

আজ বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাহুল চাহার (Rahul Chahar) এবং ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya)-র শানদার স্পিন বোলিং-র কামালে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আইপিএলে  (IPL 2021) মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কে ১০ রানে হারাল মুম্বই৷ কেকেআরের শেষ পাঁচ ওভার জয়ের জন্য ৩১ রান দরকার ছিল৷ কিন্তু ৬ উইকেট হাতে ছিল৷ মুম্বইয়ের বোলাররা সেখান থেকে দলকে ছিনিয়ে এনে দেয়৷ রাহুল চার ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন৷ অন্যদিকে ক্রুণাল চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে এক উইকেট নিয়েছে৷ ট্রেন্ট বোল্ট শেষ ওভারে ২ উইকেট নিয়ে নিয়েছে৷ ৪ ওভারে তিনি ২৭ রান দিয়েছেন৷
advertisement

আন্দ্রে রাসেল শেষ ওভার পাঁচ উইকেট নিয়েছিলেন৷ মুম্বই ইন্ডিয়ান্স দল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫২ রানে অল আউট হয়ে গিয়েছিল৷ নীতিশ রাণা আর শুভমান গিল প্রথমে প্রথম উইকেট পার্টনারশিপে ৭২ রান তোলেন৷ পরে কেকেআর দল ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করে উঠতে পেরেছিল৷ কেকেআরকে এরকম একটা টার্ন ওভার ম্যাচে হারিয়ে আইপিএল ২০২১ ক্রমতালিকায় মুম্বই ইন্ডিয়ান্স ২ নম্বরে পৌঁছে যায়৷

advertisement

আইপিএল ২০২১ পয়েন্ট টেবল- আইপিএলের ১৪ তম মরশুমে এখনও অবধি পাঁচ ম্যাচ হয়েছে৷ আইপিএলের পয়েন্ট টেবলে এই মরশুমে প্রথমবার ২ নম্বরে পৌঁছেগেল মুম্বই৷ ২ পয়েন্ট আর +০.৭৭৯ নেট রানরেটে এক নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটাল্স৷ মুম্বই এখনও অবধি একটি ম্যাচে জিতেছে আর একটি ম্যাচে হেরেছে৷ চেন্নাই সুপার কিংস এখনও ক্রমতালিকার সবচেয়ে শেষ স্থানেই রয়ে গেছে৷ KKR একটা হারের ধাক্কায় একেবারে ২ থেকে ৫ এ নেমে গেল৷

advertisement

IPL team standing after KKR vs MI - News 18 Creative

আইপিএল অরেঞ্জ ক্যাপ- আইপিএল২০২১ এ অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২ ম্যাচের পর সবচেয়ে বেশি রান নিয়ে কেকেআরের নীতিশ রাণা রয়েছেন৷ তিনি ২ ম্যাচে ১৩৭ রান করেছেন৷ রাজস্থান রয়্যালসেরসঞ্জু স্যামসন ১১৯ রান করে ২ নম্বরে রয়েছেন৷ তিন পঞ্জাব কিংসের কেএল রাহুল এবং চার নম্বরে মুম্বইয়ের সূর্য কুমার যাদব রয়েছেন৷ পঞ্চম স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটাল্সের শিখর ধাওয়ান৷

advertisement

আইপিএল পার্পল ক্যাপ- আইপিএল ২০২১ এখনও অবধি কেকেআরের আন্দ্রে রাসেলের কাছে রয়েছে ৷ তিনি ৬ উইকেট পেয়েছেন৷ দু নম্বরে ৫ উইকেট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হর্ষল প্যাটেল৷ এই তালিকার তিন নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স রাহুল চাহার ৪ উইকেটে নিয়েছে৷ চার নম্বরে রয়েছে প্যাট কামিন্স আর পঞ্চম স্থানে রাজস্থান রয়্যালসের চেতন সকারিয়া রয়েছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে আজ বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: কলকাতা হারলেও অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপে রমরমা নাইটদেরই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল