এরই মধ্যে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সুইগি (Swiggy) ফ্যানেদের নিশানায় এসেছে৷ Swiggyআসলে ম্যাচ শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে কমেন্ট করেছিল৷ তাদের এই কাণ্ডের জেরে বয়কট সুইগি (BoycottSwiggy) ট্রেন্ড করতে শুরু করে৷
ম্যাচের আগে একজন ইউজার রোহিতের একটি এডিট হওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ সেখানে দেখা যায় রোহিত বড়াপাও ধরার জন্য লাফাচ্ছেন৷ এই ছবিটাকে রি ট্যুইট করে সুইগি আবার কমেন্ট করে৷
advertisement
সুইগি বলেছিল যারা ব্যাঁকা কথা ভাবেন তাঁরা বলবেন এই ছবিটা ফটোশপ করা হয়েছে৷ তারা ফ্যানদের হাসাবেন ভেবেছেন৷ কিন্তু তাদের এই চালটা উল্টে যায়৷ তাদের ট্রোল করতে শুরু করে৷ এরপর সুইগি নিজেদের ট্যুইটি ডিলিট করে দিতে বাধ্য হয়৷
এরপর নাছোড় ফ্যানরা সেই ডিলিট হওয়া ট্যুইটের স্ক্রিন শট দিয়েও ট্যুইট জারি রাখেন৷ কিছু কিছু গ্রাহক আবার নিজেদের ফোন থেকে সুইগি আনইনস্টল করে দেন৷ আবার সেই আনইনস্টল করার ছবির স্ক্রিনশটও সোশ্যাল হ্যান্ডেলে দিয়ে দেন৷
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা কেকেআরের বিরুদ্ধে ৩২ বলে ৪৩ রান করেন৷
