TRENDING:

IPL 2021: হায় হায় এ কী করে ফেলল Swiggy, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

Last Updated:

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা কেকেআরের বিরুদ্ধে ৩২ বলে ৪৩ রান করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: আইপিএল ২০২১ (IPL 2021) -র ১৪ তম মরশুমের খেলা ক্রমশ জমে উঠছে৷ মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এখনও অবধি শুধুমাত্র নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেছে৷ বাকি সব কটি দলই এখনও অবধি একটি করেই ম্যাচ খেলেছে৷ আইপিএল ২০২১ পয়েন্ট টেবল- আইপিএলের ১৪ তম মরশুমে এখনও অবধি পাঁচ ম্যাচ হয়েছে৷ আইপিএলের পয়েন্ট টেবলে এই মরশুমে প্রথমবার ২ নম্বরে পৌঁছেগেল মুম্বই৷ ২ পয়েন্ট আর +০.৭৭৯ নেট রানরেটে এক নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটাল্স৷ মুম্বই এখনও অবধি একটি ম্যাচে জিতেছে আর একটি ম্যাচে হেরেছে৷ চেন্নাই সুপার কিংস এখনও ক্রমতালিকার সবচেয়ে শেষ স্থানেই রয়ে গেছে৷ KKR একটা হারের ধাক্কায় একেবারে ২ থেকে ৫ এ নেমে গেল৷ মুম্বই কলকাতাকে ১০ রানে হারিয়ে প্রথম ম্যাচ জিতেছে৷
advertisement

এরই মধ্যে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সুইগি (Swiggy) ফ্যানেদের নিশানায় এসেছে৷ Swiggyআসলে ম্যাচ শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে কমেন্ট করেছিল৷ তাদের এই কাণ্ডের জেরে বয়কট সুইগি (BoycottSwiggy)  ট্রেন্ড করতে শুরু করে৷

ম্যাচের আগে  একজন ইউজার রোহিতের একটি এডিট হওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ সেখানে দেখা যায় রোহিত বড়াপাও ধরার জন্য লাফাচ্ছেন৷ এই ছবিটাকে রি ট্যুইট করে সুইগি আবার কমেন্ট করে৷

advertisement

সুইগি বলেছিল যারা ব্যাঁকা কথা ভাবেন তাঁরা বলবেন এই ছবিটা ফটোশপ করা হয়েছে৷ তারা ফ্যানদের হাসাবেন ভেবেছেন৷ কিন্তু তাদের এই চালটা উল্টে যায়৷ তাদের ট্রোল করতে শুরু করে৷ এরপর সুইগি নিজেদের ট্যুইটি ডিলিট করে দিতে বাধ্য হয়৷

advertisement

এরপর নাছোড় ফ্যানরা সেই ডিলিট হওয়া ট্যুইটের স্ক্রিন শট দিয়েও ট্যুইট জারি রাখেন৷ কিছু কিছু গ্রাহক আবার নিজেদের ফোন থেকে সুইগি আনইনস্টল করে দেন৷ আবার সেই আনইনস্টল করার ছবির স্ক্রিনশটও সোশ্যাল হ্যান্ডেলে দিয়ে দেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা কেকেআরের বিরুদ্ধে ৩২ বলে ৪৩ রান করেন৷

advertisement

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: হায় হায় এ কী করে ফেলল Swiggy, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল