ম্যাচে সেভাবে সাফল্য না পেলেও উমরান মালিককে কে নিয়ে আশাবাদী ক্রিকেটপ্রেমীরা ৷ জম্মু-কাশ্মীরের হয়ে এখনও পর্যন্ত ১টি মাত্র লিস্ট-এ ও ১টি টি-২০ ম্যাচ খেলেছেন উমরান। কোনও ফার্স্ট ক্লাস ম্যাচে খেলারও অভিজ্ঞতা নেই তাঁর ৷ কিন্তু রবিবার কেকেআরের বিরুদ্ধে সুযোগ পেয়েই নজর কাড়লেন উমরান মালিক ৷ টি নটরাজন করোনা আক্রান্ত হওয়ার পর বদলি হিসেবেই সানরাইজার্স (Sunrisers Hyderabad) দলে সুযোগ পান কাশ্মীরের এই স্পিডস্টার ৷
advertisement
রবিবার দুবাইয়ের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে বল করতে নামার আগে, তাঁকে খুব কম মানুষই চিনতেন ৷ সানরাইজার্স হায়দরাবাদের এবারের আইপিএলে আমিরশাহী পর্ব একেবারেই ভালো যাচ্ছে না ৷ লিগ টেবলে সবার নিচে রয়েছে তারা ৷ প্লে অফে যাওয়ারও আর কোনও সুযোগ নেই উইলিয়ামসনদের ৷ রবিবার কেকেআরের বিরুদ্ধেও হার হজম সানরাইজার্সের ৷ কিন্তু এই ম্যাচে বল হাতে নজর কাড়লেন দলের নবাগত পেসার উমরান ৷
নিজের প্রথম ওভারেই তিনি ক্রিকেটমহলকে হদিশ দেশ আগুনে গতির। প্রথম ওভারেই ১৫০ কিলোমিটার গতিতে বল করে চমকে দেন তিনি। পরে ১৫১.০৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় একটি বল করেন উমরান।
চলতি আইপিএলের তৃতীয় সর্বোচ্চ গতিশীল বোলার এখন উমরান। এর আগে এই টুর্নামেন্টে তাঁর থেকে বেশি গতিতে বল করেছেন কেবল কলকাতা নাইট রাইডার্সের লকি ফার্গুসন ও দিল্লি ক্যাপিটালসের নরকিয়া।