ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ি নটরাজন আইপিএল ২০২১ এ মাত্র ২ টি ম্যাচ খেলেছেন৷ এরপর থেকেই তিনি নিজের চোট নিয়ে লড়াই করছেন৷ কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নটরাজন খেলেছিলেন৷ কিন্তু এরপর দুটি ম্যাচে খলিল আহমেদ খেলেছিলেন তিনিই নটরাজনের বদলি হিসেবে প্রথম একাদশে খেলেছিলেন৷ বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের প্রথম জয় পেয়েছে৷ সেই সময়েই ডেভিড ওয়ার্নার প্রথম জানিয়েছিলেন টি নটরাজনের হাঁটুতে চোট রয়েছে৷ যার জন্য তাঁকে স্ক্যান করাতে হবে৷ তার জন্য প্রথমে তাঁকে বায়ো বাবল ব্রেক করে যেতে হবে তারপর আবার ফিরে আসতে হলে ৭ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে আসতে হবে৷
advertisement
২৯ বছরের টি নটরাজন আইপিএল ২০২০ তে একের পর এক শিরোনাম ছিনিয়ে নিয়েছিলেন৷ তিনি ভুবনেশ্বর কুমার না খেলায় দায়িত্ব নিয়ে সামনে থেকে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগ সামলেছিলেন৷ তাঁর এই দুরন্ত বোলিংয়ের জন্যে তাঁর ঝোলায় রয়েছে ঘাতক ইয়র্কার৷ তাছাড়া গতি নিয়েও ভালো কাজ করেন তিনি৷ অস্ট্রেলিয়া সফরেও তাঁর এই বোলিং দারুণ কাজে এসেছিল৷ তিনি অনুশীলন তিনটি ম্যাচে খেলে একেবারে অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন৷
অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তাঁকে বীরের মতো দেশে বন্দনা করা হয়েছিল৷ কিন্তু সে সময় থেকেই তাঁর হাঁটুতে চোট হয়েছিল৷ এর জেরেই ঘরের মাঠের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি৷