TRENDING:

IPL 2021: বায়োবাবলের অদ্ভুত নিয়ম, কিন্তু তার জন্য কীভাবে খেসারত দিল সানরাইজার্স হায়দরাবাদ

Last Updated:

তাঁর সেই চোটই ফের একবার সামনে এসে গেল তার এই মরশুমের আইপিএলকে খতম করে দিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: আইপিএল ২০২১ (IPL  2021) এ এখনও অবধি ৩ টি বা ৪ টি করে ম্যাচ খেলেছে সব দলগুলিই৷ এরমধ্যে বেশ কিছু ক্রিকেটার বায়ো বাবলে থাকবেন না বলে আবার বেশ কিছু ক্রিকেটার চোটের কারণে টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেছেন৷ এরই মধ্যে এসআরএইচ (Sunrisers Hyderabad)  দলের জন্য দুঃসংবাদ এল৷ চোটের কারণে আইপিএলের ১৪ তম মরশুম থেকে ছিটকে গেলেন টি নটরাজন (T Natarajan)৷ বাঁ হাতি জোরে বোলার অস্ট্রেলিয়া সফরের সময় থেকেই হাঁটুর চোট নিয়ে লড়াই করছিলেন৷ তাঁর সেই চোটই ফের একবার সামনে এসে গেল তার এই মরশুমের আইপিএলকে খতম করে দিল৷ তবে দক্ষিণী এই ফ্রাঞ্চাইজি তাঁর রিপ্লেসমেন্ট নিয়ে কোনও কথা বলেনি৷
Sunrirsers Hyderabad's T Natarajan has been ruled out of the 2021 IPL
Sunrirsers Hyderabad's T Natarajan has been ruled out of the 2021 IPL
advertisement

ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ি নটরাজন আইপিএল ২০২১ এ মাত্র ২ টি ম্যাচ খেলেছেন৷ এরপর থেকেই তিনি নিজের চোট নিয়ে লড়াই করছেন৷ কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নটরাজন খেলেছিলেন৷ কিন্তু এরপর দুটি ম্যাচে খলিল আহমেদ খেলেছিলেন তিনিই নটরাজনের বদলি হিসেবে প্রথম একাদশে খেলেছিলেন৷ বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের প্রথম জয় পেয়েছে৷ সেই সময়েই ডেভিড ওয়ার্নার প্রথম জানিয়েছিলেন টি নটরাজনের হাঁটুতে চোট রয়েছে৷ যার জন্য তাঁকে স্ক্যান করাতে হবে৷ তার জন্য প্রথমে তাঁকে বায়ো বাবল ব্রেক করে যেতে হবে তারপর আবার ফিরে আসতে হলে ৭ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে আসতে হবে৷

advertisement

২৯ বছরের টি নটরাজন আইপিএল ২০২০ তে একের পর এক শিরোনাম ছিনিয়ে নিয়েছিলেন৷ তিনি ভুবনেশ্বর কুমার না খেলায় দায়িত্ব নিয়ে সামনে থেকে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগ সামলেছিলেন৷ তাঁর এই দুরন্ত বোলিংয়ের জন্যে তাঁর ঝোলায় রয়েছে ঘাতক ইয়র্কার৷ তাছাড়া গতি নিয়েও ভালো কাজ করেন তিনি৷ অস্ট্রেলিয়া সফরেও তাঁর এই বোলিং দারুণ কাজে এসেছিল৷ তিনি অনুশীলন তিনটি ম্যাচে খেলে একেবারে অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তাঁকে বীরের মতো দেশে বন্দনা করা হয়েছিল৷ কিন্তু সে সময় থেকেই তাঁর হাঁটুতে চোট হয়েছিল৷ এর জেরেই ঘরের মাঠের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: বায়োবাবলের অদ্ভুত নিয়ম, কিন্তু তার জন্য কীভাবে খেসারত দিল সানরাইজার্স হায়দরাবাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল