হরভজন ২ বছর বা বলা ভালো ৬৯৯ দিন পরে আইপিএলে ফিরলেন৷ ২০১৯ এ সিএসকে-র জার্সিতে আইপিএল ফাইনাল খেলেছিলেন ভাজ্জি৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০১৯ এ ১২ মে খেলেছিলেন টার্বনেটর৷ প্রথম মরশুমে আইপিএলে (Indian Premier League) রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে প্রথম খেলেছিলেন তিনি৷
হরভজন আইপিএলের সফলতম বোলারদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন৷ তাঁর আগে রয়েছেন লসিত মলিঙ্গা,মিশ্র (১৬০),চাওলা (১৫৬).ব্র্যাভো (১৫৩)৷এর ঠিক পরেই ১৫০ উইকেট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন হরভজন সিং৷ তাঁর এই অভিজ্ঞতাতে আস্থা রেখেই তাঁকে সুনীল নারিন, কুলদীপ যাদবকে না নিয়ে প্রথম একাদশে রাখা হয়৷ পাশাপাশি চিপকের মাঠের পরিস্থিতি নিয়ে তাঁর তিন বছরের অভিজ্ঞতা ছিল৷
এদিকে এদিনের ম্যাচে প্রথম ওভারেই বল করছিলেন তিনি৷ তাঁর বলেই ডেভিড ওয়ার্নার কার্যত বাড়ি যেতেন কিন্তু সেই সময় প্যাট কামিন্স ক্যাচ ফেলায় তাঁর উইকেট মিস হয়৷
এদিনের ম্যাচে ১ ওভার বলে করে ৮ রান দেন ভাজ্জি৷
