দীনেশ কার্তিক হাতে একটি বল ধরেন যেটা লেগ সাইডে যাচ্ছিল৷ তারপর বেল উড়িয়ে দেন৷ শিখর ধাওয়ান ক্রিজের মধ্যেই ছিলেন৷ যদিও কার্তিক আউটের আবেদন করেন৷ বাঁহাতির দিকে আঙুল তুলে দেখান৷ কার্তিকের সঙ্গে মাঠে শিখর ধাওয়ানের উতপ্ত বাদানুবাদ হয়৷
কথাকাটাকাটিতে এদিক ওদিকের কথাও ছিল৷ স্বাভাবিকভাবেই দুই ভারতীয় সতীর্থ এরকম আগ্রাসী চুলোচুলি একেবারে সোশ্যাল মিডিয়ায় হটকেক৷ ভাইরাল এই ভিডিও দেখে নিন৷
advertisement
যদিও ধাওয়ান এবারের আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন৷ কার্তিক ও কেকেআর অন্যদিকে ফর্ম হাতড়াচ্ছেন৷তারা পয়েন্ট টেবলে জায়গা হাতড়াচ্ছে৷
advertisement
এদিকে পৃথ্বী শ এদিনের ম্যাচে ৪১ বলে ৮২ করেন৷ দিল্লি এদিনের ম্যাচে সাত উইকেটে জয় পায়৷ ধাওয়ানও এদিনে ৪৫ বলে ৪৬ রান করেন৷ তারা ওপেনিং পার্টনারশিপে ১৩২ রান তোলেন৷
Location :
First Published :
April 30, 2021 4:46 PM IST
