অধিনায়ক ছাড়া এই ম্যাচে তাঁরা কীভাবে জয় ফিরবে সেই স্ট্র্যাটেজি কী নেবে থিঙ্ক ট্যাঙ্ক তা ম্যাচ শেষে দেখা যাবে , অন্যদিকে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসও ধুঁকছে৷ এই অবস্থায় দুই তলানিতে থাকা দল মরিয়া লড়াই করবে৷ দুই দলেই নিজেদের জয়ে ফেরানোর জন্য বদ্ধপরিকর৷ আর তাই দুই দলের প্রথম একাদশেই বেশ বড়সড় বদল এসেছে৷ দেখে নিন দুই দলের প্রথম একাদশ৷
advertisement
এদিনের ম্যাচ কেন উইলিয়ামসন ডেভিড ওয়ার্নারের জায়গায় অধিনায়কত্ব করছেন৷ রাজস্থান রয়্যালসের ৬ টি ম্যাচের ২ টি ম্যাচ জিতেছে৷ সানরাইজার্স একটি মাত্র ম্যাচ জিতেছে৷
রয়্যালস পয়েন্ট তালিকার সাত নম্বরে ও সানরাইজার্স লাস্ট বয় হিসেবে আট নম্বরে রয়েছে৷
আইপিএলের ২৮ তম ম্যাচ লাইভ দেখা যাবে স্টার নেটওয়ার্কে৷ আর লাইভ স্ট্রিমিং হবে হটস্টারে৷ এই ম্যাচটি খেলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে৷
যারা জিও-র গ্রাহক তারা এই লাইভ স্ট্রিমিং ফ্রি-তে দেখতে পাবেন৷