TRENDING:

IPL 2021: RR vs SRH: বাউন্সব্যাকের লড়াইতে দু‘দলের প্রথম একাদশেই বদল, দেখুন টস ভিডিও

Last Updated:

সানরাইজার্স বোলিং অ্যাটাকে ফিরলেন ভুবনেশ্বর কুমার, এছাড়া রয়েছে আরও বদল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: আইপিএল ২০২১ (IPL 2021) -র ১৪ তম মরশুমে রবিবার দুটি খেলা রয়েছে৷ দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ আর দ্বিতীয় খেলা পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটাল্সের৷ রাজস্থান ও হায়দরাবাদ দুই দলের পারফরম্যান্সই তলানিতে৷ এদিনের ম্যাচের আগের দিনই সানরাইজার্স হায়দরাবাদ নিজের অধিনায়ক পরিবর্তন করেছে৷ তার নেতৃত্বেই ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল৷ এই দিনের ম্যাচে তিনি প্রথম একাদশেও থাকবেন না৷ Toss জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নতুন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসনের৷ দেখে নিন টস ভিডিও৷
RR vs SRH : SRH wins toss ande elected to fileld- Photo Courtesy- Twitter Video Grab
RR vs SRH : SRH wins toss ande elected to fileld- Photo Courtesy- Twitter Video Grab
advertisement

অধিনায়ক ছাড়া এই ম্যাচে তাঁরা কীভাবে জয় ফিরবে সেই স্ট্র্যাটেজি কী নেবে থিঙ্ক ট্যাঙ্ক তা ম্যাচ শেষে দেখা যাবে , অন্যদিকে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসও ধুঁকছে৷ এই অবস্থায় দুই তলানিতে থাকা দল মরিয়া লড়াই করবে৷ দুই দলেই নিজেদের জয়ে ফেরানোর জন্য বদ্ধপরিকর৷ আর তাই দুই দলের প্রথম একাদশেই বেশ বড়সড় বদল এসেছে৷ দেখে নিন দুই দলের প্রথম একাদশ৷

advertisement

এদিনের ম্যাচ কেন উইলিয়ামসন ডেভিড ওয়ার্নারের জায়গায় অধিনায়কত্ব করছেন৷ রাজস্থান রয়্যালসের ৬ টি ম্যাচের ২ টি ম্যাচ জিতেছে৷ সানরাইজার্স একটি মাত্র ম্যাচ জিতেছে৷

রয়্যালস পয়েন্ট তালিকার সাত নম্বরে ও সানরাইজার্স লাস্ট বয় হিসেবে আট নম্বরে রয়েছে৷

আইপিএলের ২৮ তম ম্যাচ লাইভ দেখা যাবে স্টার নেটওয়ার্কে৷ আর লাইভ স্ট্রিমিং হবে হটস্টারে৷ এই ম্যাচটি খেলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে৷

যারা জিও-র গ্রাহক তারা এই লাইভ স্ট্রিমিং ফ্রি-তে দেখতে পাবেন৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: RR vs SRH: বাউন্সব্যাকের লড়াইতে দু‘দলের প্রথম একাদশেই বদল, দেখুন টস ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল