চলতি আসরের প্রথম পর্বেও রাজস্থান ৫৫ রানে হারিয়েছিল হায়দরাবাদকে। এবার মধুর প্রতিশোধ নিতে মরিয়া থাকবে চাপমুক্ত সানরাইজার্সের ক্রিকেটাররা। ডেভিড ওয়ার্নার যদি ফর্মে ফেরেন, তাহলে কপালে দুঃখ রয়েছে বিপক্ষ দলের বোলারদের। ওপেনার হিসেবে গত ম্যাচে রান পেয়েছেন ঋদ্ধিমান সাহাও। তিন নম্বরে নামতে পারেন অধিনায়ক কেন উইলিয়ামসন। মিডল অর্ডারে রয়েছেন মণীশ পাণ্ডের মতো ম্যাচ উইনার।
advertisement
রাজস্থান রয়েলস - লুইস, জয়সওয়াল, স্যামসন, লোমরোর, লিভিংস্টোন, পরাগ, রাহুল তেওয়াতিয়া, মরিস, জয়দেব, চেতন, মুস্তাফিজুর
সানরাইজার্স হায়দরাবাদ - রয়, ঋদ্ধিমান, গর্গ, উইলিয়ামসন, শর্মা, হোল্ডার, সামাদ, রশিদ, ভুবনেশ্বর, সন্দীপ, সিদ্ধার্ত
Location :
First Published :
September 27, 2021 7:38 PM IST