TRENDING:

RR vs SRH First 11: ওয়ার্নার, পান্ডেকে বাদ দিয়ে রাজস্থানের বিরুদ্ধে নামল সানরাইজার্স

Last Updated:

David Warner and Manish Pandey out of Sunrisers Hyderabad team against RR. সানরাইজার্সের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনদের অবস্থাও খুব একটা ভালো নয়। সমসংখ্যক ম্যাচ খেলে তাদের ঝুলিতে ৮ পয়েন্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: প্লে-অফে ওঠার আশা কার্যত শেষ সানরাইজার্স হায়দরাবাদের। ন’টি খেলে তারা জিতেছে মাত্র একটিতে। কেন উইলিয়ামসনদের হারানোর আর কিছুই নেই। বরং বাকি ম্যাচগুলিতে তাঁরা সাহসী ক্রিকেট উপহার দিতে চাইবেন। ধারাবাহিক ব্যর্থতার যন্ত্রণা থেকে যা তাদের কিছুটা মুক্তি দেবে। সোমবার সানরাইজার্সের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনদের অবস্থাও খুব একটা ভালো নয়। সমসংখ্যক ম্যাচ খেলে তাদের ঝুলিতে ৮ পয়েন্ট। শেষ চারের দৌড়ে টিকে থাকতে গেলে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে রাজস্থানকে। সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে ফেভারিট তারাই। কিন্তু মনে রাখা দরকার, পচা শামুকে পা কাটার ভুরি ভুরি উদাহরণ রয়েছে আইপিএলের ইতিহাসে।
আজ জিতে চার নম্বরে যাওয়া লক্ষ্য সঞ্জুর রাজস্থানের
আজ জিতে চার নম্বরে যাওয়া লক্ষ্য সঞ্জুর রাজস্থানের
advertisement

চলতি আসরের প্রথম পর্বেও রাজস্থান ৫৫ রানে হারিয়েছিল হায়দরাবাদকে। এবার মধুর প্রতিশোধ নিতে মরিয়া থাকবে চাপমুক্ত সানরাইজার্সের ক্রিকেটাররা। ডেভিড ওয়ার্নার যদি ফর্মে ফেরেন, তাহলে কপালে দুঃখ রয়েছে বিপক্ষ দলের বোলারদের। ওপেনার হিসেবে গত ম্যাচে রান পেয়েছেন ঋদ্ধিমান সাহাও। তিন নম্বরে নামতে পারেন অধিনায়ক কেন উইলিয়ামসন। মিডল অর্ডারে রয়েছেন মণীশ পাণ্ডের মতো ম্যাচ উইনার।

advertisement

রাজস্থান রয়েলস - লুইস, জয়সওয়াল, স্যামসন, লোমরোর, লিভিংস্টোন, পরাগ, রাহুল তেওয়াতিয়া, মরিস, জয়দেব, চেতন, মুস্তাফিজুর

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

সানরাইজার্স হায়দরাবাদ - রয়, ঋদ্ধিমান, গর্গ, উইলিয়ামসন, শর্মা, হোল্ডার, সামাদ, রশিদ, ভুবনেশ্বর, সন্দীপ, সিদ্ধার্ত

বাংলা খবর/ খবর/IPL/
RR vs SRH First 11: ওয়ার্নার, পান্ডেকে বাদ দিয়ে রাজস্থানের বিরুদ্ধে নামল সানরাইজার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল