TRENDING:

IPL 2021: বন্ধ দরজার পিছনে এ কেমন নৃত্য! রোহিতের জন্মদিনে সিক্রেটআউট, দেখুন ভিডিও

Last Updated:

পরণে টি শার্ট আর স্পোর্টস শর্টস, বন্ধ দরজার পিছনে এ কেমন অচেনা রোহিত শর্মা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ক্রিকেট দুনিয়ায় হিটম্যান নামে বিখ্যাত ভারতীয় ওপেনার রোহিত শর্মা৷ মাঠে যেমন দাপুটে,মাঠের বাইরে ঠিক ততটাই ফ্যামিলিম্যান রোহিত৷ কিন্তু তিনি বাকিটা কেমন? সে বিষয়ে অবশ্য বিশেষ কিছু জানা যায় না৷ তিনি ৩৪ তম জন্মদিন পালন করলেন৷ এদিকে রোহিতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভার্থীরা৷
Rohit Sharma's birthday- Photo Courtesy- Twitter /Video Grab
Rohit Sharma's birthday- Photo Courtesy- Twitter /Video Grab
advertisement

তেমনিই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝাও৷ তিনি অবশ্য একেবারে ভিন্ন উপায়ে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি রোহিত শর্মার একটি নাচের ভিডিও পোস্ট করেছেন৷ যেখানে হোটেল রুমে বিন্দাস নাচতে দেখা যাচ্ছে হিটম্যানকে ৷

দেখে নিন সেই দারুণ নাচের ভিডিও৷

ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma Birthday) আজ ৩৪ হলেন৷ ১৯৮৭ সালে আজকের দিনে নাগপুরে জন্মেছিলেন হিটম্যান৷ ১৪ বছরেরআন্তর্জাতিক কেরিয়ার তাঁর৷ তিনি প্রায় নিয়মিতই নতুন নতুন মাইলফলক তৈরি করেন৷

advertisement

জুন ২০০৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন৷ তাঁর প্রথম শতরানের জন্য তাঁকে তিন বছর অপেক্ষা করতে হয়েছিল৷ ২০১০ এ জিম্বাবোয়ের বিরুদ্ধে ২ টি শতরান করে তিনি নিজের শতরানের খরা শেষ করেছিলেন৷ এরপরের শতরানের জন্য আবার ছিল ৩ বছরের অপেক্ষা৷ অর্থাৎ প্রথম তিনটি শতরান তিনি করেছিলেন ৬ বছরে৷

২০১৩ তে মহেন্দ্র সিংধোনির অধিনায়কত্বে রোহিত শর্মা -র খেলা আর কপাল দুই বদলে যায়৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনি তাঁকে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে পাঠান৷ এরপর আর রোহিতকে কখনও পিছনে ফিরে দেখতে হয়নি৷ এরপরেই ক্রিকেট দুনিয়া তাঁর নতুন নাম দেয় ‘হিটম্যান’৷ এই বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি নিজের একদিনেপ কেরিয়ারের তৃতীয় শতরান করেন৷ এরপরের বছর অর্থাৎ ২০১৪ সালে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরান করেন৷

advertisement

রোহিত কলকাতায় এই ম্যাচে ২৬৪ রান করেছিলেন৷ এটা একদিনের ক্রিকেটে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ রান৷ এরপর একদিনের ক্রিকেটে তিনি আরও দু‘টি দ্বিশতরান করেছেন৷ রোহিত নিজের একদিনের কেরিয়ারে প্রথম ৬ বছরের মাত্র ২ টি শতরান করেছিলেন৷ কিন্তু পরের আট বছরে তিমি ২৭ টি শতরান করেছেন৷ ২২৭ টি ওয়ান ডে তে তিনি ৪৮.৯৬ গড়ে ২৯ টি শতরান ও ৯২০৫ রান করেছেন৷

advertisement

ওয়ান ডে -র পাশাপাশি টেল্টেও তাঁর রেকর্ড লাজবাব৷ তিনি সরাসরি বিশ্বকাপের মঞ্চে এই ফর্ম্যাটে অভিষেক ঘটিয়েছিলেন৷ কিন্তু প্রথম ম্যাচে তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি৷ এই টুর্নামেন্টেই যুবরাজ ৬ টি ছক্কা মেরেছিলেন৷ এরপরের ম্যাচে সুযোগ পান রোহিত৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিমি ৫০ রানের চমৎকার ইনিংস খেলেন৷ তিনি এই ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরান করা ক্রিকেটার৷ তিমি ৪ টি শতরান করেছেন৷ আন্তর্জাতিক কেরিয়ারে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান বিরাটের, ২ নম্বরে মার্টিন গাপ্তিল এবং তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা৷ ১১১ ম্যাচে ২৮৬৪ রান করেছেন৷

রোহিত নিজের টেস্ট কেরিয়ারের ধামাকা দেখিয়েছেন রোহিত৷ ২০১৩ তে টেস্ট খেলার সুযোগ পান তিনি৷ পরপর ২ টি টেস্টে শতরান করে নিজের পরিচিতি জমান তিনি৷ তবে এরপর টেস্টে তিনি পরের ১৬ টি ইনিংসে ৫০ অবধি করতে পারেননি৷ তবে ২০১৯ বিশ্বকাপে তিনি পাঁচটি শতরান করেছিলেন৷ ২০১৯ এর শেষে ফের একবার তিনি ফর্মে৷ এখনও অবধি তিনটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন৷ ৩৮ টেস্টে ২৬১৫ রান করেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

রোহিত আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক তিনি৷ তাঁর অধিনায়কত্বে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন তিনি৷ ২০১৩ থেকে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করেছেন৷ এখন মহেন্দ্র সিং ধোনিকেও এই ক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছেন৷

বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: বন্ধ দরজার পিছনে এ কেমন নৃত্য! রোহিতের জন্মদিনে সিক্রেটআউট, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল